কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ কিছুটা কমল বটে। কিন্তু বিশ্ব রেকর্ডটা থাকলোই। একদিনের সংক্রমণে বিশ্বে এক নম্বর স্থানটা রবিবার ৩৮ তম দিনেও ধরে রাখলো ভারত। সেই সঙ্গে দৈনিক সংক্রমণে পৃথিবীতে সর্বোচ্চ পরিসংখ্যানটা তো রইলোই। দেশে দৈনিক সংক্রমণ এখনও ৯০ হাজারের ওপরেই। গত ২৪ ঘণ্টায় ৯৪,৩৭২ জন করোনা পজিটিভের সন্ধান মিলেছে দেশে। রাজ্যগুলির মধ্যে সংক্রমণের শীর্ষে মহারাষ্ট্র।

এরপর তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্য তো আছেই। মোট সংক্রমণ ক্রমশ ৫০ লক্ষের দিকে এগোচ্ছে। রবিবার পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৭,৫৪,৩৫৭। অন্যদিকে, সুস্থতাও কমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ৭৮,৩৯৯। এদিন পর্যন্ত দেশে করোনার কবল থেকে নিস্তার পেলেন মোট ৩৭,০২,৫৯৬ জন। সুস্থতার হার এদিন ৭৭.৮৮। মৃত্যুহার সামান্য হলেও কমেছে। রবিবার এই হার হল ১.৬৫। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ১,১১৪ জন। ফলে দেশে এপর্যন্ত ৭৮,৫৬৬ জনের প্রাণ কাড়লো করোনা ভাইরাস।

Share.
Leave A Reply

Exit mobile version