কলকাতা ব্যুরো: যেমন লাফ দিয়ে মঙ্গলবার নেমেছিল দৈনিক সংক্রমণ, তেমনই আবার লাফিয়ে উঠল বুধবার। ৯০ হাজারের ওপর থেকে মঙ্গলবার নেমেছিল ৭৫ হাজারে। বুধবার আবার পৌঁছে গেল ৯০ হাজারের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮৯,৭০৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। হঠাৎ এত কমেছিল কেন, সেই একই পরিমাণে বাড়লোই বা কেন, তার কোন বিজ্ঞানসম্মত ব্যাখা মেলেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের তরফেও কিছু জানানো হয়নি।বেসরকারি সূত্রের পর্যবেক্ষণ অনুযায়ী প্রতি সপ্তাহেই সোমবার দৈনিক সংক্রমণ কমে যায়, যার প্রতিফলন পড়ে মঙ্গলবারের পরিসংখ্যানে। কিন্তু সোমবার সংক্রমণের এই নিম্নগামিতা কেন, তাও স্পষ্ট নয়।
দৈনিক সংক্রমণে বিশ্ব রেকর্ড এখনও ভারতের হাতে। বুধবার পর্যন্ত টানা ৩৪ দিন দৈনিক সংক্রমণে এক নম্বর স্থানে ভারত। সংক্রমণের সংখ্যাতেও এযাবৎকালের সর্বোচ্চ পরিসংখ্যানও ভারতের। মোট সংক্রমণে এখন দ্বিতীয় স্থানে ভারত। এক নম্বরের আমেরিকার সঙ্গে অবশ্য এখনও ফারাকটা অনেক। তবে দৈনিক সংক্রমণের এই গতি বহাল থাকলে সেই অঙ্ক ছুঁয়ে ফেলাও অসম্ভব হবে না।
বুধবার মোট আক্রান্তের পরিসংখ্যানে ভারত পৌঁছে গিয়েছে ৪৩,৭০,১২৯-এ। তবে সুস্থতা আরও বেড়েছে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী সুস্থতার হার এখন ৭৭.৭৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৭৪,৮৯৪। ফলে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা এখন ৩৩,৯৮,৮৪৫।
মৃত্যুর হার কমেছে। বুধবার ওই হার দাঁড়িয়েছে ১.৬৯-এ। একদিনে করোনার বলি ১,১১৫। ফলে দেশে করোনা ভাইরাস এপর্যন্ত প্রাণ কাড়লো ৭৩,৮৯০ জনের।