কলকাতা ব্যুরো : গতকাল স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানানো হয়েছে গত ৫ মাসে সবচেয়ে কম সংক্রমণ হয়েছে। শেষ ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৬৫৬৭ জন। সুস্থ হয়েছেন ৩৯০৪৫ জন। মৃত্যুর সংখ্যা ৩৮৫। সক্রিয়ভাবে আক্রান্তের সংখ্যা বিচারে ভারতের স্থান পৃথিবীতে ৮ নম্বরে।
জানা গেছে এই মুহূর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৫৭৩৭০। মোট মৃতের সংখ্যা এক লক্ষ ৪০ এর উপরে। সক্রিয়ভাবে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জন। গত ২৪ ঘন্টায় দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১৬০৭৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ জনের। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ৯৩ হাজার ৯২৪ জনের। মৃত্যু হয়েছে ৯৭০৬ জনের। এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২২ হাজারের ওপর। গত মাসের তুলনায় গতকাল দৈনিক সংক্রমনের সংখ্যা সব থেকে কম।