এক নজরে

একদিন পর ফের দেশে ধাক্কা করোনার

By admin

September 02, 2020

কলকাতা ব্যুরো: মাত্র একদিন সামান্য আশা জাগিয়েছিল দেশের করোনা সংক্রমণের পরিসংখ্যান। মঙ্গলবার একধাক্কায় ১০ হাজার নেমেছিল আক্রান্তের সংখ্যা। বুধবার ফের লাফিয়ে উঠল পরিসংখ্যান।

আবার সেই ৭৮ হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৮,৩৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ৩৭ লক্ষ। ফলে এই নিয়ে টানা ২৭ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বর স্থানটাই দখলে রাখলো ভারত।

মোট সংক্রমণ ৩৭,৬৯,১৫৩-এ পৌঁছে যাওয়ায় বিশ্বে দু নম্বর স্থানে থাকা ব্রাজিলের সঙ্গে ফারাকটা এখন দ্রুত কমছে। দৈনিক মৃত্যুর সংখ্যাও আবার লাফিয়ে উঠল হাজারের ওপর। গত ২৪ ঘণ্টায় ১,০৪৫। মৃত্যুহার এখন ১.৭৪। উদ্বেগ বাড়িয়ে কমেছে সুস্থতার হার। বুধবার এই হার দাঁড়িয়েছে ৭৬.১৮-এ।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ থেকে নিস্তার পেয়েছেন ৬২,০২৬। ফলে দেশে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা এখন ২৯,০১,৯০৮।