কলকাতা ব্যুরো: গত ৯ মাসে ৯৬ লক্ষের কিছু বেশি মানুষ করোনা সংক্রামিত হয়েছেন ভারতে। সংক্রমণ মুক্ত হয়েছেন সাড়ে ৯০ লক্ষের বেশি। মৃতের সংখ্যা এখনও দেড় লক্ষও পার করেনি। চুম্বকে এই হল দেশে করোনা সংক্রমণ সম্পর্কিত সর্বশেষ তথ্য। খুব ধীরে দৈনিক সংক্রমণ কমছে। প্রায় একসপ্তাহ ধরে ৪০ হাজারের কম আক্রান্ত হচ্ছেন রোজ। এরমধ্যে গত পাঁচ দিন ধরে সংখ্যাটা ৩৬ থেকে ৩৭ হাজারের মধ্যে থাকছে। গত ২৪ ঘণ্টায় সংক্রামিতের সংখ্যা ৩৬,৬৫২। তবে মোট সংক্রমণে এখনও বিশ্বে দ্বিতীয় স্থানেই আছে ভারত। সংক্রমণ বেলাগাম হওয়ায় আমেরিকা এক নম্বরেই রয়ে গিয়েছে প্রথম থেকে।

ইউরোপের বিভিন্ন দেশ রাশ টানতে পারলেও ডোনাল্ড ট্রাম্প সরকারের গয়ংগচ্ছ মনোভাবের জন্য আমেরিকা পারেনি। আমেরিকায় মোট আক্রান্তের সংখ্যা কোটি পার করেছে। এখন কার্যত লাফিয়ে বাড়ছে রোজ। সেদেশে শনিবার পর্যন্ত ১ কোটি ৪৩ লক্ষ লোক করোনা সংক্রামিত হয়েছেন। গত একমাস ধরে রোজ প্রায় ১ লক্ষ লোক আক্রান্ত হচ্ছেন। সেই তুলনায় ভারতে দৈনিক সংক্রমণ তুলনায় অনেক কম।

যদিও এদেশেও মোট সংক্রমণ কোটি ছুঁতে চলেছে। শনিবার পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৬,০৮,২১১। করোনামুক্তের মোট সংখ্যা ৯০,৫৮,৮২২। গত ২৪ ঘণ্টায় ৪২,৫৫৩ জন আক্রান্তের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এই হিসেবে সুস্থতার হার এখন ৯৪ শতাংশ। এখনও দেশে পজিটিভ আছেন ৪,০৯,৬৮৯ জন।

সংক্রমণের হার এখন ৩.১৭ শতাংশ। তবে মৃতের সংখ্যা রোজ ৫০০-র ওপরেই থাকছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৫১২ জন। মহারাষ্ট্রেই মৃত্যু সর্বাধিক । গত তিনদিন রোজ ১০০-র বেশি মৃত্যু নথিভুক্ত হচ্ছে।

Share.
Leave A Reply

Exit mobile version