কলকাতা ব্যুরো: দিল্লির মতো একদিনে সংক্রামিতের সংখ্যা ৭,৮০০। মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে এখনও অ্যাক্টিভ পজিটিভ সবচেয়ে বেশি। তবু দেশের সামগ্রিক করোনা গ্রাফ আগের চেয়ে স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৪,২৮১ জন করোনা পজিটিভ শণাক্ত হয়েছেন।
যদিও এর আগেরদিন ওই সংখ্যা ৩৮,০৭৩-এ নেমে গিয়েছিল। অন্যদিকে, টানা ১২ দিন ৬ লক্ষের নীচে থাকার পর গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৫ লক্ষের নীচে নেমে গেল। এই সংখ্যা বুধবারের পরিসংখ্যান অনুযায়ী ৪,৯৪,৬৫৭।
এই পরিসংখ্যান দেশের মোট আক্রান্তের ৫.৭৩ শতাংশ। মোট আক্রান্ত এদিন ৮৬ লক্ষ পার হয়ে গেল (৮৬, ৩৬,০১২)। মোট সুস্থ এখন ৮০,১৩,৭৮৪। এর ফলে সুস্থতার হার আরও বেড়ে হল ৯২.৭৯। দৈনিক মৃত্যু অবশ্য আবার ৫০০-র ওপরে উঠল (৫১২)। মৃতের মোট সংখ্যা এর ফলে দেশে হল ১,২৭,৫৭১।