এক নজরে

দেশে দৈনিক ৫০ হাজারের আশপাশে সংক্রমণ

By admin

November 07, 2020

কলকাতা ব্যুরো: কখনও কম, কখনও বেশি, ৫০ হাজারের আশপাশে ঘুরছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। আজ বেশি হলে কাল কম, আজ কম হলে কাল বেশি, এমনই চলছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫০,৩৫৬ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।

দেশে মোট সংক্রমণও গুটিগুটি কোটির দিকে এগোচ্ছে। শনিবার পর্যন্ত সংখ্যাটা ৮৪,৬২,০৮০ হয়ে গেল। দৈনিক অবশ্য করোনামুক্ত হচ্ছেন আক্রান্তের সংখ্যার চেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩,৯২০। এই পরিসংখ্যানে শনিবার সুস্থতার হার হয়েছে ৯২.৪১। দেশে করোনামুক্তের মোট সংখ্যা হয়ে গেল ৭৮,১৯,৮৮৬। অ্যাক্টিভ পজিটিভ অবশ্য আরও কমেছে।

শনিবারের পরিসংখ্যানে দেশে এখন অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৫,১৬,৬৩২। এই সংখ্যা মোট সংক্রমণের ৬.১২ শতাংশ। লকডাউন জারি হওয়ার পর ইতিমধ্যে ২২৯ দিন কেটে গেল। দিল্লির সংক্রমণ নতুন করে বেলাগাম। শুক্রবার একদিনে ৭,১৬৮ জন সংক্রামিতের খোঁজ মিলেছে। বৃহস্পতিবার দৈনিক মৃত্যুর পরিসংখ্যান ছিল ৬৬। এই সংখ্যা জুনের পর সর্বোচ্চ।

এছাড়া এখনও সবচেয়ে বেশি সংক্রমণ নথিভুক্ত হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক থেকে। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের পরিস্থিতিও মোটেই স্বস্তিদায়ক নয়।