কলকাতা ব্যুরো: সংক্রমণের নিম্নমুখী প্রবণতা ধরে রাখা গেল না দেশে। টানা ১০ দিন পর আবার দৈনিক সংক্রমণ ৫০ হাজারের ওপরে উঠে গেল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫০,২১০। সুস্থতার হার ভালো থাকলেও দৈনিক মৃত্যু আবার অনেক বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ৭০৪ জনের মৃত্যু হয়েছে। লকডাউন জারি হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত ২২৭ দিন কেটে গেল। অ্যাক্টিভ পজিটিভ অবশ্য এখনও অনেকটা নিয়ন্ত্রণে। পরপর তিনদিন অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা সাড়ে ৫ লক্ষের নীচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই পরিসংখ্যান ৫,২৭,৯৬২। এই সংখ্যা মোট সংক্রামিতের ৬.৩১ শতাংশ। এই হার দেড় মাস আগে ১০-এ পৌঁছেছিল।

সুস্থতার হার গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান পরিসংখ্যানে ৯২.২০। এইসময় করোনামুক্ত হয়েছেন ৫৫,৩৩১। দেশে সংক্রমণ মুক্তের মোট সংখ্যা এখন ৭৭,১১,৮০৯। করোনা আক্রান্তের মোট সংখ্যা এখন ৮৩,৬৪,০৮৬। মৃত্যু হয়েছে মোট ১,২৪,৩১৫ জনের।

Share.
Leave A Reply

Exit mobile version