কলকাতা ব্যুরো: সামগ্রিক ভাবে দেশের করোনা পরিসংখ্যান অনেকটা স্বস্তিদায়ক ঠিকই, কিন্তু কিছু কিছু রাজ্য এখনও দুশ্চিন্তার কারণ। যেমন দিল্লি। আকারে অনেক ছোট এই রাজ্যে গত তিনদিন ধরে রোজ সংক্রমণ থাকছে ৫ হাজারের ওপর।

দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে মহারাষ্ট্র। পশ্চিমবঙ্গেও সংক্রমণ এখনও উদ্বেগজনক। কিন্তু সামগ্রিক ভাবে দেশের দৈনিক সংক্রমণ পরপর ৬ দিন ৫০ হাজারের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪৮,২৬৮ জন। অ্যাক্টিভ পজিটিভ এখন দেশে ৫,৮২,৬৪৯ জন। দৈনিক মৃতের সংখ্যা ৫০০-র ওপরে থাকলেও মৃত্যুহার আরও কমে হল ১.৪৯। এই প্রথম মৃত্যুহার ১.৫-এর নিচে নামল। অন্যদিকে, সুস্থতার হার উঠে গেল ৯১ শতাংশের ওপর। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯,৪৫৪ জন।

Share.
Leave A Reply

Exit mobile version