কলকাতা ব্যুরো: অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা আরও নামল দেশে। ৮৫ দিন পর এই সংখ্যা ৫ লক্ষের নিচে নামল। অগস্টের ৬ তারিখ এই সংখ্যা ছিল ৫ লক্ষ ৯৫ হাজার।তারপর থেকে লাগাতার বাড়তে বাড়তে একসময় এই সংখ্যা ৮ লক্ষের ওপরে উঠে গিয়েছিল। গত ২৪ ঘণ্টায় এই সংখ্যা হয়েছে ৫,৯৪,৩৮৬। আক্রান্তের ৭.৩৫ শতাংশ। এই হার বৃহস্পতিবার ছিল ৭.৬৪। তবে দৈনিক সংক্রমণ তেমন কিছু কমেনি। আগের দিনের চেয়ে হাজারের মতো কমেছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৮,৬৪৮। মৃত্যুও আবার গত তিনদিন ধরে ৫০০-র ওপরে। গত ২৪ ঘণ্টায় ওই সংখ্যা ৫৬৩। সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপরেই দৈনিক মৃত্যুতে পশ্চিমবঙ্গের স্থান। অন্যদিকে, সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে দৈনিক সুস্থতা বাড়ছে। কেরালায় গত ২৪ ঘণ্টায় করোনামুক্তের সংখ্যা ৮ হাজারের বেশি। কেরালায় আবার ৭০০০-এর বেশি করোনা আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়।
এইসময়ে মহারাষ্ট্র ও দিল্লিতে আক্রান্ত হয়েছেন ৫০০০-এর বেশি। তবে মহারাষ্ট্র ও কর্ণাটকে একদিনে ৭০০০-এর বেশি সুস্থ হয়েছেন। দেশে এখন করোনামুক্তের মোট সংখ্যা ৭৩,৭৩,৩৭৫। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭,৩৮৬। দেশে শুক্রবার পর্যন্ত মোট আক্রান্ত ৮০,৮৮,৮৫১ জন। মৃতের মোট সংখ্যা ১,২১,০৯০।