কলকাতা ব্যুরো: সংক্রমণ কমেনি। তবে ভাইরাল লোড কমছে। দেশে অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা পাঁচদিন ৭ লক্ষের ওপরে থাকার পর, আরও নেমে গেল গত ২৪ ঘণ্টায়।
এর আগে প্রায় দুমাস দেশে রোজ অ্যাক্টিভ পজিটিভ থাকতেন ৮ লক্ষের বেশি। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা নেমে হল ৬,৯৫,৫০৯। তবে দৈনিক সংক্রমণের তেমন পরিবর্তন হয়নি। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫৪,৩৬৬ জন। তবে লাগাতার পাঁচদিন ৬০ হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ।

দেশে মোট সংক্রমণ শুক্রবার পর্যন্ত ৭৭,৬১,৩১২। বিশ্বে মোট সংক্রমণে এই সংখ্যাটা দ্বিতীয়। একনম্বরে আমেরিকা। এখনও পর্যন্ত মার্কিন মুলুকে মোট আক্রান্ত ৮৪ লক্ষের কিছু বেশি। সুস্থতার ভারতে অনেকটা বেড়ে হয়েছে ৮৯.২০। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৩,৯৭৯ জন। ফলে দেশে সংক্রমণ মুক্তি ঘটল ৬৯,৪৮,৪৯৭ জনের। মৃত্যুহারে কোন বদল নেই। শুক্রবারের পরিসংখ্যানে ওই হার ১.৫১।

গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গিয়েছে ৬৯০ জনের। দেশের মোট ১,১৭,৩০৬ জনকে আমরা হারালাম এপর্যন্ত। গত ১৭ দিন ধরে রোজ গড়ে ১০ লক্ষ করোনা টেস্ট হচ্ছে দেশে। মোট টেস্টের সংখ্যা ইতিমধ্যে ১০ কোটি ছাড়িয়ে গিয়েছে।

Share.
Leave A Reply

Exit mobile version