এক নজরে

স্বস্তি কেড়ে নিয়ে দেশে ফের বাড়লো সংক্রমণ

By admin

October 14, 2020

কলকাতা ব্যুরো: হঠাৎ সংক্রমণ কমে যাওয়া মানেই যে খুব আশান্বিত হওয়ার কারণ নেই, তার প্রমাণ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের বুলেটিন। এতে দেখা যাচ্ছে, এখনও করোনা গ্রাফ লাগাতার নিম্নগামী হওয়ার নিশ্চয়তা তৈরি হয়নি। আবার অনেকটা বাড়ল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৬৩,৫০৯ জন। মঙ্গলবার সংখ্যাটা ৫৫ হাজারের কাছাকাছি নেমে গিয়েছিল।

দেশে মোট সংক্রমণ ৭২ লক্ষ (৭২, ৩৯,৩৯০)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আগামী বছরের গোড়ায় টিকা এসে যাবে বলে আশ্বাস দিচ্ছেন বটে, কিন্তু পাশাপাশি আপাতত মাস্ক ও শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া যে অন্য উপায় নেই, তাও মনে করিয়ে দিচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী উৎসব মানেই করোনা-ঝড়। ওনাম উৎসবের পর কেরালায় সংক্রমণ ৬৫ শতাংশ বেড়েছিল। গণেশ চতুর্থীর পর মহারাষ্ট্রে বেড়েছিল ৪৭ শতাংশ।

পুজোর পর বাংলায় তাই করোনায় ব্যাপক মহামারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে কলকাতার হাসপাতালগুলি প্রায় হাউসফুল। মঙ্গলবার সরকারি হিসেবেই মঙ্গলবার বেলেঘাটা আইডি হাসপাতালে জেনারেল বেড, আইসিইউ, সিসিইউ, একটাও খালি ছিল না। এম আর বাঙুর হাসপাতালে জেনারেল বেড ৯০ শতাংশ ভর্তি ছিল। সিপিইউতে কোন বেড ফাঁকা ছিল না। কলকাতা মেডিক্যাল কলেজেও সিপিইউতে কোন বেড ফাঁকা ছিল না। বেসরকারি হাসপাতালগুলিরও একই অবস্থা। এমনকি, ছোট নার্সিংহোমেও বেড পাওয়া মুশকিল হচ্ছে।

দেশে দৈনিক সংক্রমণ এখনও বিশ্বে সর্বোচ্চ থাকছে। বুধবার পর্যন্ত টানা ৬৯ দিন বিশ্বে একনম্বর। তবে সুস্থতাতেও রেকর্ড করেছে ভারত। বিশ্বে সর্বোচ্চ সংখ্যক মানুষ করোনা সংক্রমণ মুক্ত হয়েছেন ভারতে। বুধবার এই সংখ্যাটা ৬৩,০১,৯২৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪,৬৩২। এদিনের আক্রান্তের সংখ্যার চেয়ে অনেকটা বেশি। সুস্থতার হার এদিনের পরিসংখ্যানে ৮৬.৭৮। মৃত্যুহার ১.৫৩। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৩০ জনের। করোনা প্রাণ কেড়েছে দেশের মোট ১,১০,৫৮৩ জন নাগরিকের।