কলকাতা ব্যুরো: সংক্রমণ যে দেশে আবার বাড়ছে, তা এখন স্পষ্ট। তবে বাঁচোয়া একটাই যে, সুস্থতাও বাড়ছে। দৈনিক মৃত্যু এখনও হাজারের নিচে বটে, তবে কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ বেড়ে হয়েছে ৭৮,৫২৪। এইসময়ে করোনামুক্তের সংখ্যা ৮৩,০১১। দেশে মোট আক্রান্ত বৃহস্পতিবার পর্যন্ত ৬৮,৩৫,৬৫৬ জন। করোনায় মোট মৃত ১,০৫,৫২৬ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ৯৭১ জন। দেশে মৃত্যুহার এদিনের পরিসংখ্যান অনুযায়ী ১.৫৪। এর মধ্যে নতুন কিছু আশঙ্কার খবর পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক বিজ্ঞানী মহল থেকে। এর মধ্যে একটি হল, করোনা ভাইরাসের বায়ুবাহিত হওয়ার সম্ভাবনা যথেষ্ট। আমেরিকায় স্বাস্থ্য সম্পর্কিত সর্বোচ্চ সরকারি প্রতিষ্ঠান এব্যাপারে নির্দিষ্ট প্রমাণ পেয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ঝাড়গ্রামে এই আশঙ্কার কথা জানিয়েছেন। এটা সত্যি হলে, শারীরিক দূরত্ববিধি মানলেও সংক্রমণ এড়ানো কঠিন হয়ে পড়বে। সেক্ষেত্রে ঘরেও মাস্ক পরে থাকা ছাড়া বিকল্প কিছু থাকবে না।
দ্বিতীয়ত, করোনা ভাইরাস শুধু ফুসফুস, শ্বাসযন্ত্র, হৃৎযন্ত্রেই ক্ষত সৃষ্টি করছে না, আক্রমণ করছে মস্তিষ্কেও। মার্কিন এক গবেষণায় উঠে এসেছে, এর ফলে দেখা দিচ্ছে মনোবিকার। উপসর্গ হিসাবে দেখা দিচ্ছে ভুল বকা, ভুলে যাওয়া, অস্বাভাবিক আচরণ ইত্যাদি। পেশির যন্ত্রণাও হচ্ছে।
বিপদের কথা হল, এই সমস্যা থাকলে মৃত্যুর ঝুঁকি বাড়ছে। গবেষণায় উঠে এসেছে, করোনায় এখন বিশ্বে যে গড় মৃত্যুহার আছে, মনোবিকারের সমস্যা থাকলে সেই হার ৭ গুণ বেড়ে যাচ্ছে।