এক নজরে

দেশে ফের বাড়ছে সংক্রমণ

By admin

October 01, 2020

কলকাতা ব্যুরো: দেশে আরও বাড়ল সংক্রমণ। ৮০ হাজারের সামান্য বেশি থেকে একদিনে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে হয়ে গেল ৮৬,৮২১। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ পার। আমেরিকার সঙ্গে মোট আক্রান্তের নিরিখে ফারাক ক্রমশ কমছে। বুধবার পর্যন্ত আমেরিকায় আক্রান্তের মোট সংখ্যা ছিল ৭১,৯০,০০০। আর ভারতে বৃহস্পতিবার পর্যন্ত ওই সংখ্যা হল ৬৩, ১২, ৫৮৪। মোট সংক্রমণে আমেরিকাই এখন বিশ্বে এক নম্বরে। দ্বিতীয় স্থানে ভারত। তবে দৈনিক সংক্রমণে ভারতই এক নম্বরে। একদিন- নয়, টানা ৫৬ দিন।

বুধবারের পরিসংখ্যানে আমেরিকায় একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪২,২৭০, ভারতের প্রায় অর্ধেক। অন্যদিকে, দৈনিক সুস্থতা কিছুটা কমল দেশে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ৮৫,৩৭৬ জন। এতে দেশে মোট করোনামুক্তের সংখ্যা এখন ৫২,৭৩,২০১। সুস্থতার হার এর ফলে হল ৮৩.৫৩। মৃত্যুহার ১.৫৬। ২৮ দিন পর দৈনিক মৃত্যুতে ভারত এক থেকে দুই নম্বরে নামল। প্রথম স্থানে উঠল ব্রাজিল। যদিও আগের দিনের চেয়ে দৈনিক মৃত্যু বেড়েছে ভারতে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১,১৮১। দেশে এপর্যন্ত করোনার মোট বলি হলেন ৯৮,৬৭৮ জন।