কলকাতা ব্যুরো: সংক্রমণ কমল। কমে গেল সংক্রমণ মুক্তিও। তবে এর মধ্যে দেশে মোট সংক্রমণ ৬০ লক্ষ ছাড়িয়ে গেল। মোট মৃতের সংখ্যাও লক্ষের কাছাকাছি।
গত ২৪ ঘণ্টায় দেশে ৮২,১৭০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আগের দিন এই সংখ্যা ছিল ৮৮,৬০০। দৈনিক সুস্থতা আবার কদিন ধরে দৈনিক সংক্রমণের চেয়ে বেশ কম। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৪,৮৯৩ জন। সংক্রমণ, সুস্থতার পাশাপাশি কমল দৈনিক মৃত্যুও।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি ১,০৩৯ জন। ফলে দেশে সোমবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা হল ৯৫,৫৪২। দেশে মোট আক্রান্ত ৬০,৭৪,৭০৩ জন, সংক্রমণ মুক্তের সংখ্যা ৫০ লক্ষ পার হল। এই নিয়ে টানা ৫৩ দিন দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বরে রয়েছে ভারত।

সুস্থতার হার বেশ ভালো বলে অধিকাংশরাই সেরে উঠছেন। কিন্তু করোনা ভাইরাস তাঁদের শরীরে রেখে যাচ্ছে দীর্ঘ প্রভাব এবং গভীর ক্ষত। শারীরিক দূর্বলতা তো দীর্ঘদিন থাকছেই। তার বড় প্রমাণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। করোনা মুক্তির পরেও দুবার তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবু পুরোপুরি সুস্থ হয়ে তিনি এখনও স্বাভাবিক কাজে ফিরতেন পারেননি। অনেকের ফুসফুস ক্ষতিগ্রস্ত হচ্ছে। সম্প্রতি জানা গেল, হৃদযন্ত্রেও ক্ষতি করে যাচ্ছে করোনা ভাইরাস।

কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতালে রোজ করোনা মুক্তদের ভিড় বাড়ছে নানা সমস্যা নিয়ে। অনেক বছর আগে টাইফয়েড শরীরের অঙ্গহানি ঘটাতো। সেই সমস্যা এখন আর নেই। কিন্তু সেই ভূমিকায় এখন করোনা ভাইরাস।

Share.
Leave A Reply

Exit mobile version