কলকাতা ব্যুরো: বিশ্বরেকর্ড ভারতের। না, কোন ইতিবাচক বিষয়ে নয়। করোনা সংক্রমণে। তাও একসঙ্গে দু-দুটো রেকর্ড। প্রথমত, শনিবার পর্যন্ত টানা একমাস দৈনিক সংক্রমণে বিশ্বে এক নম্বর স্থান ধরে রেখেছে ভারত। এই স্থান আপাতত বেদখল হওয়ার কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। দৈনিক সংক্রমণে দ্বিতীয় ও তৃতীয় ব্রাজিল ও আমেরিকা অনেক পিছনে। প্রায় অর্ধেক।

দ্বিতীয়ত, এই নিয়ে পরপর তিনদিন দৈনিক সংক্রমণে যে পরিসংখ্যান ভারতের হয়েছে, তা করোনাকালে পৃথিবীর কোন দেশ ছুঁতে পারেনি। রোজকার সংক্রমণ ৮০ হাজারের ওপরে তো বটেই, প্রত্যেক দিন আরও বেড়ে যাচ্ছে আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৬,৪৩২ জন। ফলে মোট আক্রান্তের পরিসংখ্যান এখন ৪০ লক্ষের বেশি। শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০,২৩,১৭৯। ফলে মোট সংক্রমণেও ক্রমশ দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলের কাছাকাছি পৌঁছে যাচ্ছে ভারত। এদেশে দৈনিক সংক্রমণের শীর্ষে এখন মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটক।

উত্তরপ্রদেশ, ওড়িশা, অসম, পঞ্জাব, হরিয়ানা, ছত্তিসগড়েও দৈনিক সংক্রমণ রোজ বাড়ছে। দিল্লিতে কিছুদিন লাগাম থাকলেও আবার নতুন করে সংক্রমণ বাড়ছে। দেশে মৃত্যুর সংখ্যা এখনও হাজারের ওপর।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ১,০৮৯ জন। বিশ্বে এই একই সময়ে ৫ হাজারের সামান্য বেশি মৃত্যু হয়েছে। তার মধ্যে ভারতেরই হাজারের ওপর। করোনা ভাইরাস শনিবার পর্যন্ত দেশে কেড়ে নিল মোট ৬৯,৫৬১ জনের প্রাণ। মৃত্যুর হার এখন ১.৭৩। সুস্থতা হঠাৎ কমেছে গত ২৪ ঘণ্টায়। শনিবারের পরিসংখ্যানে সুস্থতার হার ৭৭.২৩। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হতে পেরেছেন ৭০,০৭২ জন। এপর্যন্ত দেশে এর ফলে সুস্থ হলেন ৩১,০৭,২২৩ জন।

Share.
Leave A Reply

Exit mobile version