কলকাতা ব্যুরো: যতটা কমেছিল, প্রায় ততটাই বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। মঙ্গলবারের পরিসংখ্যানে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা আবার বেড়ে ৪৬,২৫৩ হয়ে গেল। সেই সঙ্গে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৮৩ লক্ষ ছাড়িয়ে গেল (৮৩,১৩,৮৭৬) । দীর্ঘদিন থেকেই প্রতি সোমবারের পর একদিন সংক্রমণ কিছুটা নেমে যায়। মঙ্গলবারের পরিসংখ্যান হয়তো সেই প্রবণতার প্রতিফলন ছিল। দেশে এখনও সবচেয়ে বেশি সংক্রমণ ঘটে চলেছে তিনটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকে। এছাড়া তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে সংক্রমণ কমার কোন লক্ষ্মণ নেই। তবে সামগ্রিক ভাবে দেশে সুস্থতার হার ঊর্ধ্বমুখীই রয়েছে।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী এই হার ৯২.০৯। দেশে বুধবার পর্যন্ত করোনামুক্ত হয়েছেন মোট ৭৬,৫৬,৪৭৮। বুধবার হল ভারতে লকডাউন ঘোষণার ২২৬তম দিন। অ্যাক্টিভ পজিটিভ অবশ্য লাগাতার কমছে। গত ৬ দিন ধরে ওই সংখ্যা ৬ লক্ষের নীচে রয়েছে। আর গত দুদিন ধরে ওই সংখ্যা সাড়ে ৫ লক্ষেরও কম। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেশে এখন অ্যাক্টিভ পজিটিভ ৫,৩৩,৭৮৭ জন। মৃত্যুহার অবশ্য অপরিবর্তিত। প্রায় একসপ্তাহ ওই হার রয়েছে ১.৪৯। দৈনিক মৃত্যু ৫০০-র ওপর রয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫১৪ জনের। দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১,২৩,৬১১ জন।

Share.
Leave A Reply

Exit mobile version