কলকাতা ব্যুরো: রাজ্যে করোনামুক্তের সংখ্যা তিন লক্ষ পার হয়ে গেল। মহাষ্টমীর দিন পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী মোট ৩,০২,৩৪০ জন বঙ্গবাসী সংক্রমণ থেকে সেরে উঠলেন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্তের সংখ্যাটাও রেকর্ড, একদিনে ৩,৭৫৩ জন। তবে দৈনিক সংক্রমণে এখনও ভাটা পড়ার লক্ষ্মণ নেই। সংখ্যাটা এখনও ৪ হাজারের ওপরেই। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪,১৪৮। রাজ্যে শনিবার পর্যন্ত মোট আক্রান্ত ৩,৪৫,৫৭৫ জন। এঁদের মধ্যে ৬,৪২৭ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। বাকিরা সকলে সুস্থ হয়ে উঠেছেন।

রাজ্যে শনিবার অ্যাক্টিভ পজিটিভের সংখ্যা ৩৬,৮০৭। সুস্থতার হার ৮৭.৪৯। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৯। প্রায় এক সপ্তাহ পর দৈনিক মৃত্যু ৬০-এর নিচে নামল। কলকাতা হারাল ১৯ জনকে। উত্তর ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪, হাওড়ায় ৫, নদিয়ায় ৪, পূর্ব মেদিনীপুরে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ৩, হাওড়ায় ২, মুর্শিদাবাদে ২, বীরভূমে ১ ও পূর্ব বর্ধমানে ১ জনের।

কলকাতা ও উত্তর ২৪ পরগনার দৈনিক সংক্রমণ শনিবারেও ৯০০ ছুঁইছুঁই। কলকাতায় ৮৯৫ ও উত্তর ২৪ পরগনায় ৮৯৬। তবে এই দুই জেলাতেই পাল্লা দিচ্ছে দৈনিক সুস্থতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনামুক্ত হয়েছেন ৮৫৩ জন, উত্তর ২৪ পরগনায় ৮৬১ জন। আরও কিছু জেলায় সংক্রমণ আর সুস্থতার মধ্যে ভারসাম্য থাকলেও নদিয়া ও মুর্শিদাবাদে চিত্রটা উল্টো। নদিয়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪৪, সুস্থ মাত্র ৪৮ জন, মুর্শিদাবাদে আক্রান্ত ১০২, সুস্থ ২৮ জন। হুগলিতে এই দুই পরিসংখ্যান যথাক্রমে ১৭৫ ও ১৭১, পূর্ব মেদিনীপুরে ১৫৫ ও ১৩৩, দক্ষিণ ২৪ পরগনায় ২১৯ ও ২৩২এবং হাওড়ায় ২২৪ ও ২৪৬ জন।

করোনা টেস্ট আজ আবার বাড়িয়েছে স্বাস্থ্য দপ্তর। একদিনে ৪৪,৭২৪ জনের টেস্ট হয়েছে। টেস্টের মোট সংখ্যা পশ্চিমবঙ্গে এখন ৪২,৫৫,৮০১।

Share.
Leave A Reply

Exit mobile version