কলকাতা ব্যুরো: দেশে করোনা ভাইরাসের লম্ফঝম্প যতই চলুক, বাংলার মাটিতে সংক্রমণ থমকেই রয়েছে। এই নিয়ে টানা প্রায় ১০ দিন। দৈনিক সংক্রমণ, সুস্থতা, মৃত্যু, সবকিছুই নট নড়নচড়ন। কার্যত এক রেঞ্জে আটকে রয়েছে। তবে হ্যাঁ, সংক্রমণের গ্রাফ কিন্তু নিম্নমুখী হচ্ছে না। জেলাগুলিতে বাড়া-কমায় ভারসাম্য ধরে রেখেছে।
উত্তরবঙ্গের তিন-চারটি জেলা বাদ দিলে কোথাও সংক্রমণ বেলাগাম বলা যাবে না এখন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ২,৯৭৮, সুস্থ হয়েছেন ৩,৩০৫ আর মৃত্যু ৫৮ জনের। সুস্থতার হার আরও বেড়ে হল ৮৪.৪৮।
কলকাতা ও লাগোয়া জেলাগুলিতেই শুধু দৈনিক মৃত্যু তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি ১৭, উত্তর ২৪ পরগনায় ১৪, দক্ষিণ ২৪ পরগনায় ৫ ও হাওড়ায় ৫ জন। ২ জন করে মৃত্যু হয়েছে হুগলি, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে। ১ জন করে মৃত্যু নদিয়া ও পূর্ব বর্ধমানে। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪২২ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৭২ জন।
উত্তর ২৪ পরগনায় ওই দুই পরিসংখ্যান হল যথাক্রমে ৫৭২ ও ৫২১। দক্ষিণ ২৪ পরগনায় ১৩৩ ও ১৯৮, হাওড়ায় ১২০ ও ১১৫, হুগলিতে ১৪৩ ও ১৪০, পশ্চিম মেদিনীপুরে ১৫৫ ও ১৪৮, মুর্শিদাবাদে ৫৯ ও ৯৩, পশ্চিম বর্ধমানে ১৩০ ও ৯৩, নদিয়ায় ৯৩ ও ১৩৪ এবং পূর্ব বর্ধমানে ৯৮ ও ৫৬।
রাজ্যে শুক্রবার পর্যন্ত আক্রান্ত হলেন ১,৭৪,৬৫৯ জন। এই সময়ে সংক্রমণ মুক্তের সংখ্যা ১,৪৭,৫৫৩। মোট মৃত্যু ৩,৪৫২। শুক্রবার করোনা টেস্ট হয়েছে ৪৫,৬২০ জনের। ফলে বাংলায় ২০ লক্ষের বেশি করোনা টেস্ট হয়ে গেল। শুক্রবার পর্যন্ত সংখ্যাটা দাঁড়ালো ২০,৬৬,৪০৪।