কলকাতা ব্যুরো: ভারতে মোট করোনা সংক্রমণ ৫০ লক্ষ ছাপিয়ে গেল বুধবার। দৈনিক সংক্রমণও আবার উঠে গেল ৯০ হাজারের ওপর।মঙ্গলবার সংখ্যাটা নেমেছিল ৮৩ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় সেই পরিসংখ্যানটা উঠে এল ৯০,১২৩। লক্ষ্যনীয়, প্রত্যেক মঙ্গলবারের পরিসংখ্যানেই দৈনিক সংক্রমণ কিছুটা কম থাকে গত কয়েক মাস ধরে।
রবিবারের পর সোমবারের সংক্রমণ চিত্রটাই ধরা পড়ে মঙ্গলবার। কিন্তু কেন সোমবার সংক্রমণ একদিনের জন্য কেন কমে যায়, তার ব্যাখ্যা মেলেনি এখনও। অন্যদিকে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষণা মানলে এদিনের আক্রান্তের যে সংখ্যা পাওয়া যাচ্ছে সরকারি পরিসংখ্যানে তা বাস্তবে ২ লক্ষের কম হবে না। সংক্রমণ বাড়লেও দৈনিক সুস্থতা অবশ্য অনেকটা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। সংখ্যাটা ৮২,৯৬১। হার ৭৮,৫২ শতাংশ।
দেশে এর ফলে সংক্রমণ মুক্তের সংখ্যা বুধবার পর্যন্ত ৩৯,৪২,৩৬১। মোট আক্রান্তের সংখ্যা এদিন হয়ে গেল ৫০,২০,৩৬০। সুস্থতা বাড়লেও একদিনের মৃত্যু আবার বাড়লো। হার ১.৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১২৯০। ফলে দেশে করোনার বলি এপর্যন্ত ৮২,০৬৭।