কলকাতা ব্যুরো: করোনা ভাইরাসের মতিগতি বোঝে কার সাধ্য। দৈনিক সংক্রমণ লক্ষের দিকে যাত্রা শুরু করায় গত কয়েকদিন ধরে হৃৎকম্প বাড়ছিল ভারতবাসীর। মঙ্গলবার আচমকা সেই প্রবণতা উল্টে গেল।
একেবারে বিপরীত মুখে সংক্রমণের পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা একঝটকায় নেমে গেল ৭৫,৮০৯-এ। ৯০ হাজারের ওপর থেকে হঠাৎ এই পতনের কোন ব্যাখ্যা অবশ্য এখনও মেলেনি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সংক্রমণ কমার পাশাপাশি সংক্রমণ মুক্ত হওয়ার প্রবণতাও অনেকটা বেড়েছে। সোমবার দৈনিক সংক্রমণ মুক্তির সংখ্যা ছিল সাড়ে ৬৯ হাজারের কিছু বেশি। মঙ্গলবার সেই অঙ্ক পৌঁছে গেল ৭৩,৫২১-এ। সুস্থতার হার এখন ৭৭.৬৫। কমলেও দৈনিক সংক্রমণেও অবশ্য বিশ্ব রেকর্ডটা এখনও ভারতের দখলে।
একদিনের সংক্রমণে বিশ্বে এখনও এক নম্বরে ভারত। এর সঙ্গে মঙ্গলবার যুক্ত হল নতুন বিশ্ব রেকর্ড। একদিনের মৃত্যুতেও গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক নম্বরে পৌঁছে গেল ভারত। এই সময়ে মৃত্যু হয়েছে ১,১৩৩ জনের। ফলে দেশে করোনায় মোট বলির সংখ্যা পৌঁছে গেল ৭২,৭৭৫-এ। মৃত্যু র হার এখন ১.৭৩। মোট করোনা আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত ৪২,৮০,৪২৩। এদিন পর্যন্ত সংক্রমণ মুক্তের মোট সংখ্যা ৩৩,২৩,৯৫১।