কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ একধাক্কায় প্রায় ১০ হাজার কমে গেল দেশে। অন্তত গত কয়েকদিনের নিরিখে তো বটেই। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৬৯,৮২১ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা আজকেও ৩৬ লক্ষের গণ্ডিতেই আটকে রইল। তবে দৈনিক সংক্রমণে বিশ্বে শীর্ষস্থানটা ২৬তম দিনেও অটুট ভারতের। মঙ্গলবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৬ লক্ষ ৯১ হাজার।
অন্যদিকে, এপর্যন্ত সংক্রমণ মুক্তের মোট সংখ্যা হল ২৮,৩৯,৮৮২। সুস্থতার হার কিছুটা কমে গেল। আজ এই হার ৭৬.৯৩। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮১৯ জনের। ফলে দেশে করোনায় বলি হলেন মোট ৬৫,২৮৮ জন।