কলকাতা ব্যুরো: দৈনিক সংক্রমণ সামান্য কমলে কী হবে, দেশ মোট আক্রান্তের সংখ্যায় পৌঁছে গেল ২১ লক্ষের দোরগোড়ায়। শনিবার সকালের তথ্য অনুযায়ী ভারতে এপর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ২০,৮৮,৬১২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬১,৫৩৭। শুক্রবার ওই সংখ্যা ছিল ৬২ হাজারের বেশি। এই হিসেবে আজ সংক্রমণ সামান্য কমেছে। কিন্তু দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়েছে। একদিনে প্রায় হাজারে পৌঁছেছে মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯৩৩ জন। শুক্রবার সংখ্যাটা ছিল ৮৮৬। এর ফলে দেশে মোট মৃতের পরিসংখ্যান এখন ৪২,৫১৮। দেশে আজ পর্যন্ত করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪,২৬,০০৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮,৯০১ জন।

Share.
Leave A Reply

Exit mobile version