এক নজরে

এবার উপসর্গহীনদেরও করোনা পরীক্ষার নির্দেশ আমেরিকার

By admin

September 19, 2020

কলকাতা ব্যুরো: এবার থেকে উপসর্গহীনদের করোনা পরীক্ষা করতে হবে। জানিয়ে দিল ডোনাল্ড ট্রাম্প সরকার। অথচ আগে ঠিক এর উল্টো নির্দেশ দিয়েছিল আমেরিকা। শুক্রবার জারি করা নির্দেশিকায় ট্রাম্প সরকার জানিয়েছে, যাদের উপসর্গ দেখা যাচ্ছে, তাদের পরীক্ষা করানো বাধ্যতামূলক। আবার যাদের উপসর্গ নেই, এখন থেকে তাদের করোনার পরীক্ষা করাতে হবে।

এর আগে আগস্ট মাসে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সি ডি সি বলেছিল, যাদের উপসর্গ নেই তাদের নমুনা পরীক্ষা প্রয়োজন নেই। কিন্তু শুক্রবার নতুন করে জারি করা সিডিসির নির্দেশিকায় মনে করা হচ্ছে উপসর্গ হীন দের মাধ্যমে সংক্রমণ বাড়তে পারে। আমেরিকার এই নতুন ভাবনায় এবার ভারতের মতো দেশগুলোতে কোন প্রভাব ফেলতে পারে কিনা তা নিয়ে শুরু হয়ে গিয়েছে আলোচনা।