এক নজরে

মহানগরেও মিলল করোনার ব্রিটেন স্ট্রেন

By admin

December 30, 2020

কলকাতা ব্যুরো: বর্ষবরণের আগে কলকাতাবাসীর আতঙ্ক বাড়ল। মহানগরেও মিলল করোনার ব্রিটেন স্ট্রেন। রাজ্যে নতুন স্ট্রেন মেলার খবর স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। এদিকে ভাইরাসের হদিশ পেতেই জরুরি বৈঠকে স্বাস্থ্য দফতরের কর্তারা। বিমানের সমস্ত যাত্রী ও বিমান কর্মীদের তালিকা তৈরি করা হয়েছে, জানালেন স্বাস্থ্য সচিব। সূত্রের খবর, ব্রিটেন ফেরত কলকাতার এক তরুণের শরীরে মিলল সংক্রমণ। বর্তমানে ওই তরুণ কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। ক’দিন আগেই ওই তরুণ লন্ডন থেকে কলকাতায় ফেরেন। হাসপাতাল সূত্রে খবর, বাকি করোনা রোগীদের থেকেও তাঁকে একবারের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। তাঁকে চিকিৎসা করছেন এমন চিকিৎসক ও নার্সরা বিশেষ নিয়ম পালন করছেন।

জানা গিয়েছে, ওই তরুণ কলকাতার এক মেডিক্যাল কলেজের অধ্যক্ষর ছেলে। ওই অধ্যক্ষ-সহ পরিবারের সবাইকে আইসোলেশনে যেতে বলেছে রাজ্য সরকার। জানা যাচ্ছে, তাঁর লালারসের নমুনা দিল্লিতে পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপরই জানা যায়, ওই যুবকের শরীরে ব্রিটেনের করোনার স্ট্রেন মিলেছে।

প্রসঙ্গত, এদেশে ব্রিটেন ফেরত যাত্রীদের মধ্যে ২০ জনের শরীরে নতুন করোনার স্ট্রেন মিলেছে। কলকাতা ছাড়াও দিল্লিতে ৯, বেঙ্গালুরুতে ৭, হায়দ্রাবাদে ২ জনের শরীরে নতুন স্ট্রেনের হদিশ মিলেছে। মেরঠে ব্রিটেন ফেরত শিশুর শরীরে মিলেছে নতুন স্ট্রেন।