এক নজরে

রাজ্যে ২৪ ঘন্টায় সংক্রমণ ৩৩ শ’ ছাড়ালো

By admin

October 02, 2020

কলকাতা ব্যুরো: পুজো আসতে এখনও একমাস। মাত্র মেট্রো খুলেছে। তারপরেই কলকাতায় দৈনিক সংক্রমণ আবার আগের চেহারা নিতে চলেছে। একদিনে কলকাতায় ৭২০ জন করোনা পজিটিভের সন্ধান মিলল। উত্তর ২৪ পরগনাতেও দৈনিক সংক্রমণ যথেষ্ট বেশি এখনও। একদিনে আক্রান্ত ৬৫৫ জন। এই ধাক্কায় রাজ্যে দৈনিক সংক্রমণ গত ছয় সপ্তাহের রেঞ্জ ভেঙে ফেলল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৩,৩১০।সুস্থতার হার যাই থাক, সংক্রমণ মুক্তি কিন্তু বাড়ল না। বরং কমে গেল সামান্য হলেও। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্তের সংখ্যা ২,৯৪৪। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ মুক্তি তুলনায় কম। কলকাতায় এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯২ জন, উত্তর ২৪ পরগনায় ৪২৭ জন। এই দুই জেলায় দৈনিক মৃত্যুও কমার লক্ষ্মণ নেই।গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি ১৬, উত্তর ২৪ পরগনায় ১১। হাওড়াতেও কম নয়, ৬ জন। ৩ জন করে মৃত্যু দক্ষিণ ২৪ পরগনা ও মুর্শিদাবাদে। ২ জন করে মৃত্যু বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর ও হুগলিতে। ১ জন করে মৃত্যু হয়েছে নদিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের মোট সংখ্যা ৫৩।রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী ২,৬৩,৬৩৪, মোট করোনা মুক্ত ২,৩১৬৯৯ জন। মৃতের মোট সংখ্যা ৫,০৭০। গত ২৪ ঘণ্টায় হাওড়ায় আক্রান্ত ১৬৩, সুস্থ ৩৫৩, দক্ষিণ ২৪ পরগনায় ২২৬ ও ২২৩, মুর্শিদাবাদে ৯৫ ও ৫৬, বাঁকুড়ায় ৬৫ ও ৯৬, পূর্ব মেদিনীপুরে ১২৯ ও ৯৩, হুগলিতে ১৫২ ও ১৬৭ এবং নদিয়ায় ১৪০ ও ১০৪। বোঝাই যাচ্ছে, পরিস্থিতি সবচেয়ে খারাপ ও উত্তর ২৪ পরগনায়। এটা মেট্রো এফেক্ট কিনা, তা বলার দায়িত্ব স্বাস্থ্য বিশেষজ্ঞদের।