কলকাতা ব্যুরো: এখন নির্দ্বিধায় বলা যাচ্ছে, রাজ্যে করোনা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল। এক সপ্তাহের বেশি সময় ধরে দৈনিক সংক্রমণ ও মৃত্যু একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে আছে।
সেই রেঞ্জের পরিসরটাও বেশি নয়। অন্যদিকে, সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে খুব ধীরে হলেও। মঙ্গলবার সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৮৩.০৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৪৩ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের আর সংক্রমণ মুক্ত হয়েছেন ৩,৩৪৬ জন।
রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী মঙ্গলবার দাবি করেছেন, সাপ্তাহিক লকডাউনের ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তাছাড়া করোনা টেস্টের সংখ্যা বাড়ানোর কারণে দ্রুত করোনা পজিটিভ শনাক্ত করা যাচ্ছে এবং সেই অনুযায়ী সময়ে চিকিৎসা করা যাচ্ছে।
এদিন পর্যন্ত রাজ্যে করোনা টেস্ট হয়েছে ১৯,৩১,৩৭৩ জনের। মঙ্গলবার টেস্ট হয়েছে ৪৩,৭৩৮ জনের। কলকাতায় আজ সংক্রমণ সামান্য বাড়লেও অন্যান্য জেলায় হয় রাশ পরেছে কিংবা গ্রাফ নিম্নমুখী দেখা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৫১ জন, সুস্থ হয়েছেন ৫৫৯ জন, মৃত্যু হয়েছে ১১ জনের।
উত্তর ২৪ পরগনায় এই সময়ে মৃত্যু ১২ জনের। এছাড়া আক্রান্ত ও সুস্থের সংখ্যা ৬৬৩ ও ৭৬৩। দক্ষিণ ২৪ পরগনায় ওই দুই পরিসংখ্যান হল যথাক্রমে ১৬৭ ও ১৮৯, মৃত্যু ৭। হাওড়ায় মৃত ৫, আক্রান্ত ১১৫, সুস্থ ১২৪। হুগলিতে আক্রান্ত ১০৮, সুস্থ ১৩৪ ও মৃত ৩। রাজ্যে আজ পর্যন্ত মৃতের মোট সংখ্যা হল ৩২৮৩, মোট আক্রান্ত ১,৬৫,৭২১, মোট সংক্রমণ মুক্ত ১,৩৭,৬১৬।
অন্যান্য জেলার মধ্যে বাঁকুড়ায় মৃত্যু হয়েছে ৩ জনের, আক্রান্ত ৮২, সুস্থ ৬৫। মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, এই জেলাগুলির প্রত্যেকটিতে ২ জন করে মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০, সুস্থ ২৫। পশ্চিম মেদিনীপুরে ১৬৩ ও ১৭৫, পূর্ব মেদিনীপুরে ১৪৬ ও ১৩৩ এবং পশ্চিম বর্ধমানে ১৭৭ ও ১০৩।
Previous Articleমন্দার দিকে দেশ, তবু নজর থাকুক সামনেই
Next Article করোনায় দুশ্চিন্তা উত্তরবঙ্গই