কলকাতা ব্যুরো: হ্যাঁ, পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি এখন নিঃসন্দেহে স্থিতিশীল বলা যায়। প্রায় এক সপ্তাহ ধরে সংক্রমণ, মৃত্যু এবং সুস্থতা একটি নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে আছে।
তবে, এটাও ঠিকই যে সামগ্রিক ভাবে রাজ্যের করোনা গ্রাফ আর ওপরের দিকে না উঠলেও নামছেও না। ফলে স্বস্তি পুরোপুরি পাওয়ার উপায় নেই। রাজ্যের ক্ষেত্রে সংক্রমণ শিখরে পৌঁছে গিয়েছে কিনা, সেটা এখনও বলা যাচ্ছে না। শুধু বলা হয়েছে এফেক্টিভ রিপ্রোডাকশন ভ্যালু কমছে। এটা সংক্রমণ কমার ইঙ্গিত।
যদিও ভাইরাসটার নাম তো নোভেল করোনা, তাই না আঁচালে বিশ্বাস নেই। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সেই তিন হাজারের সামান্য বেশি। সংখ্যাটা ৩,০১৯। সুস্থতাও তাই তিন হাজারের বেশি, কিন্তু দৈনিক সংক্রমণের চেয়ে খানিকটা ওপরে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ ৩,৩০৮ জন। মৃত্যুও সেই একই রেঞ্জে। গত ২৫ ঘণ্টায় ৫০ জন। সংক্রমণে লাগামটা এখনও থাকলেও কলকাতায় কিন্তু রবিবার আবার দৈনিক মৃত্যুটা বেশি। ১৯ জন। কলকাতায় এই সময়ে আক্রান্ত ৪২৮ ও সুস্থ ৪৭২। উত্তর ২৪ পরগনায় গত কয়েকদিনের চেয়ে আরও কিছুটা নিয়ন্ত্রণে পরিস্থিতি। আক্রান্ত ৫৯৪, সুস্থ ৫৪৫, মৃত ৭। হাওড়ায় মৃত্যু ৩ জনের। আক্রান্ত ১৬৭, সুস্থ ১৮০ জন।
হুগলিতে আক্রান্ত ১২৮, সুস্থ ১৮৪ ও মৃত্যু ২। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মধ্যে মৃত্যু সবচেয়ে বেশি বাঁকুড়ায়। ৫ জন। অথচ সংক্রমণ তেমন নয়। আক্রান্ত ৭৭, সুস্থ ১৩১। পূর্ব মেদিনীপুরেও ৪ জনের মৃত্যু হয়েছে। এই জেলায় আক্রান্ত ১৪৬, সুস্থ ২৬২ জন। ৩ জনের মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমানে। আক্রান্ত ১৬৬, সুস্থ ১২০।
মুর্শিদাবাদে আক্রান্ত আক্রান্ত ৮৬, সুস্থ ১১৮ ও মৃত্যু ১। দক্ষিণবঙ্গের অন্য কোন জেলায় আজ মৃত্যু নেই। রাজ্যে মোট মৃত্যু রবিবার পর্যন্ত ৩,১৭৬, মোট আক্রান্ত ১,৫৯,৭৮৫ ও মোট সংক্রমণ মুক্ত ১,৩০,৯৫২ জন। সুস্থতার হার আজ ৮১.৯৬। করোনা টেস্ট আজ পর্যন্ত রাজ্যে হয়েছে ১৮,৪৫,৩৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় টেস্টের সংখ্যা ৪৩,৪৩৬।

Share.
Leave A Reply

Exit mobile version