কলকাতা ব্যুরো: ইউরোপ কাঁপছে। ফ্রান্স ও জার্মানিতে দ্বিতীয় বার লকডাউন শুরু হয়ে গিয়েছে। শনিবার একই পথে হাঁটার ইঙ্গিত দিল ব্রিটেন। সম্ভবত সোমবার থেকে এই দেশে আবার লকডাউন শুরু হতে পারে। তিনটি দেশেই প্রাথমিক ভাবে একমাসের লকডাউন। কেন? করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভে বেসামাল ইউরোপের বেশ কয়েকটি দেশ। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, তত করোনা সংক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠছে।
দৈনিক সংক্রমণ ৯০ হাজারের ওপরে উঠে গিয়েছে। আমাদের রাজ্যে সুস্থতার হার ক্রমশ বাড়ছে বটে, কিন্তু সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান নিশ্চিত হতে দিচ্ছে না। তার মধ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় দৈনিক সংক্রমণ ৯০০-র ওপরে উঠে গেল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত ৯৩১, উত্তর ২৪ পরগনায় ৯২৬। অন্যদিকে, দৈনিক সুস্থতা কমেছে। কলকাতায় একদিনে সুস্থ ৮৯৫, উত্তর ২৪ পরগনায় ৯০৭। মৃত্যু এই দুই জেলায় সমান, উভয় জেলায় ১৬। রাজ্যে গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণ সামান্য বেড়ে হল ৩,৯৯৩।
দৈনিক সুস্থতা ৪,০৪৯। সুস্থতার হার শনিবারের পরিসংখ্যানে ৮৮.৩০। এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭ জনের, গত প্রায় তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। তবে করোনা টেস্ট বেড়েছে, একদিনে ৪৪,১৫৫। ফলে রাজ্যে মোট করোনা পরীক্ষা সাড়ে ৪৫ লক্ষ ছাড়িয়ে গেল (৪৫, ৫৬,৪২৫)।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যানে দক্ষিণ ২৪ পরগনায় ৫, নদিয়ায় ৫, পূর্ব মেদিনীপুরে ৩, হাওড়ায় ২, হুগলিতে ২, পশ্চিম মেদিনীপুরে ২, বীরভূমে ১ ও মুর্শিদাবাদে ১ জন।