কলকাতা ব্যুরো: সংক্রমণ আরও বাড়ল রাজ্যে। গত ২৪ ঘণ্টার পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা ৩৮০০-এর কাছাকাছি (৩, ৭৭১)। পজিটিভিটি রেট (প্রতি ১০০ করোনা টেস্টে আক্রান্তের সংখ্যা) দেখে স্বাস্থ্য দপ্তরের পদস্থ কর্তাদেরই হৃৎকম্প হওয়ার জোগার।
রাজ্যের খোদ স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, একমাসে পজিটিভিটি রেট বেড়েছে ২.২। গত অগস্টে ওই রেট ছিল ৬.৬৯। এই অক্টোবরের মাঝামাঝি এসে সেই রেট বেড়েছে ৮.৪৮। এর আগে সেপ্টেম্বর জুড়ে কলকাতা সহ ৫ জেলায় আলাদা ভাবে ৭০০০ লোকের লালারস ও নাসিকারস নিয়ে পরীক্ষা করে চমকে গিয়েছে স্বাস্থ্য দপ্তর।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের অধিকর্তা প্রতীপকুমার কুণ্ডুর আশঙ্কা, পুজোর সময় পজিটিভিটি রেট ১০ শতাংশে পৌঁছে যেতে পারে। এই পরিস্থিতি খতিয়ে দেখে আবার রাজ্যে কেন্দ্রীয় দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। যুগ্মসচিব পদমর্যাদার কোন আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের ওই প্রতিনিধি দল খুব শিগগির রাজ্যে আসছে। করোনা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এই দলটি রাজ্য সরকারকে সাহায্য করবে বলে জানানো হয়েছে।
প্রতিনিধি দলে ভাইরাস বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও থাকবেন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় যা সংক্রমণ হয়েছে, তার প্রায় অর্ধেক কলকাতা ও উত্তর ২৪ পরগনার। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৭৮১ জন, উত্তর ২৪ পরগনায় ৭৫৮ জন। রাজ্যে এই একদিনে মৃত্যুর অর্ধেকের বেশি এই দুই জেলায়। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৬১। কলকাতায় এই সংখ্যা ১৩ ও উত্তর ২৪ পরগনায় ১৯। সুস্থতার ক্ষেত্রে কিন্তু এই সমীকরণ থাকছে না। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৩,১৯৪।
কলকাতায় এই সংখ্যা ৬৮৬, উত্তর ২৪ পরগনায় ৬৮৩। এই দুই জেলা বাদ দিলে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর পরিসংখ্যান হল, হাওড়ায় ৫, পশ্চিম ও পূর্ব বর্ধমান, এই দুই জেলার প্রতিটিতে ৪, দক্ষিণ ২৪ পরগনায় ৩ ও হুগলিতে ৩ জন। এছাড়া ১ জন করে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। হাওড়ায় এই সময়ে আক্রান্তের সংখ্যা ২৩০, করোনামুক্ত ১৮৭।
পশ্চিম বর্ধমানে এই দুই পরিসংখ্যান ১০৮ ও ৭০, পূর্ব বর্ধমানে ৮৮ ও ৭২, দক্ষিণ ২৪ পরগনায় ২৪৭ ও ১৯৫ এবং হুগলিতে ১৫০ ও ১৮২। করোনা টেস্ট সামান্য হলেও বেড়েছে। কিন্তু আশানুরূপ নয়। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৪৩,২২৭ জনের।
Previous Articleকরোনা নিয়ে হাসপাতালে দিলীপ ঘোষ
Next Article পাল্লা দিচ্ছে উত্তরও
Related Posts
Add A Comment