কলকাতা ব্যুরো: লাফিয়ে না হলেও গুটিগুটি পায়ে রাজ্যে করোনা ভাইরাস খেলা দেখিয়ে চলেছে। দৈনিক সংক্রমণ ৩৬০০-র ওপরে উঠে গিয়েছে। সংখ্যাটা ৩,৬১২। আর রাজ্যে মোট সংক্রমণ প্রায় ৩ লক্ষের কাছাকাছি।
সংখ্যাটা রবিবারের পরিসংখ্যানে ২,৯৪,৮০৬। রাজ্যে পজিটিভিটি রেট কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। জাতীয় গড়ের চেয়ে অনেকটাই এগিয়ে। রোজ যে সংখ্যায় করোনা টেস্ট হয়, তার মধ্যে পজিটিভের শতকরা হারকেই পজিটিভিটি রেট বলে। এই রেট আমাদের দেশে এখন ৬.২৯ শতাংশ। আর আমাদের রাজ্যে শুক্রবার ছিল ৮.৪০, শনিবার ৮.৩৭ শতাংশ। এই হারটাই চিন্তার কারণ।
এজন্যই কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা গ্রাফ কিছুতেই নামছে না। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭৫৭, উত্তর ২৪ পরগনায় ৭৭৪। মৃত্যুও এই দুই জেলায় উদ্বেগের পারদ চড়িয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি ১৬, উত্তর ২৪ পরগনায় ১৮। সুস্থতা ভালো বলে এখনও ভয়ানক বিপর্যয় কিছু নেই। সুস্থতার হার এখন রাজ্যে ৮৭.৮৪।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় কলকাতায় সুস্থ হয়েছেন ৬০৯ জন, উত্তর ২৪ পরগনায় ৬৯৪ জন। আসন্ন দুর্গোৎসবের আগে থেকেই এই পরিস্থিতি দেখে কোভিড হাসপাতালগুলিতে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছেন সরকার। বর্তমানে রাজ্যে কোভিড শয্যা সংখ্যা ১২৫০। পুজোর আগেই এই সংখ্যাটা ১৫০০ করবে বলে ঠিক করেছে সরকার। কলকাতা লাগোয়া জেলাগুলি সংক্রমণে ততটা নাহলেও মৃত্যুতে এগিয়ে থাকছে।
গত ২৪ ঘণ্টায় হাওড়ায় মৃত্যু হয়েছে ৬ জনের, দক্ষিণ ২৪ পরগনায় ৪, পূর্ব মেদিনীপুরে ৪, পশ্চিম মেদিনীপুরে ৩ জন। ১ জন করে মৃত্যু হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২৮২, সুস্থ ১৮৩, দক্ষিণ ২৪ পরগনায় যথাক্রমে ২০৩ ও ১৮৫, পূর্ব মেদিনীপুরে ১১৭ ও ৯২ ও পশ্চিম মেদিনীপুরে ১১০ ও ১২৭ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩,১১০ জন। রাজ্যে মোট করোনামুক্ত এখন ২,৫৮,৯৪৮ জন। মোট মৃতের সংখ্যা এখন ৫,৬৬২। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৫৯ । তবে করোনা টেস্ট বাড়ছে না। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ৪২,৬১১ জনের।
Previous Articleমার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বোচ্চ হতে পারে সেনসেক্স
Related Posts
Add A Comment