কলকাতা ব্যুরো: রাজ্য তো বটেই, দেশ এমনকি বিশ্বের মানুষের কাছে উদ্বেগের খবর হল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অত্যন্ত সংকটে। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছে। তাঁর শরীরে অক্সিজেনের লেভেল কমে গিয়েছে। রক্তচাপ ওঠানামা করছে। করোনা আক্রান্ত হয়ে তিনি চারদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার খবরে সব মহলে অত্যন্ত উদ্বেগ ছড়িয়েছে। বাঙালির আইকন তো বটেই, বিশ্ববাসী গর্বের ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়।
শঙ্কা বাড়ছে এই কারণে যে, ছয় সপ্তাহের স্থিতাবস্থা ঝেড়ে ফেলে পশ্চিমবঙ্গের করোনা গ্রাফ ধীরে হলেও লাগাতার ঊর্ধ্বমুখী। রাজ্যে দৈনিক সংক্রমণ আরও বাড়ল। গত ২৪ ঘণ্টায় পরিসংখ্যানটা ৩,৫৭৩। স্বভাবতই রাজ্যে করোনার নতুন রেকর্ড। দৈনিক মৃত্যুও ৬০-এর ওপরে। ৬২ জনের মৃত্যু হয়েছে শেষ ২৪ ঘণ্টায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা, দুই জেলাতেই এই সময়ে ১৩ জন করে মৃত্যু হয়েছে।
এই দুই জেলার দৈনিক সংক্রমণ এখন ৭০০-র ওপরে। কলকাতায় ৭৭২ জন, উত্তর ২৪ পরগনায় ৭৫১ জন। মৃত্যুতে হাওড়ার অবস্থাও উদ্বেগজনক। হাওড়া ছাড়াও পশ্চিম মেদিনীপুরে ৬ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ৫ জন মারা গিয়েছেন হুগলিতে, মুর্শিদাবাদে ৪ জন, দক্ষিণ ২৪ পরগনায় ৩ জন ও বাঁকুড়ায় ২ জন। এছাড়া বীরভূম, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে ১ জন করে মৃত্যু হয়েছে।
হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৪২ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫৪ জন। এই দুই পরিসংখ্যান পশ্চিম মেদিনীপুরে ১০১ ও ১৩৫, হুগলিতে ১৭৩ ও ১৪৪, মুর্শিদাবাদে ৬৬ ও ৯১, দক্ষিণ ২৪ পরগনায় ২১৯ ও ১০৩ ও বাঁকুড়ায় ৭৬ ও ৬০। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ২,৮৭,৬০৩, করোনামুক্তের সংখ্যা ২,৫২,৮০৬, মোট মৃত্যু ৫,৫০১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩,০৬৯ জন। নিঃসন্দেহে স্বস্তিদায়ক তথ্য, কিন্তু নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না করোনা গ্রাফ দেখে।