কলকাতা ব্যুরো: লাফিয়ে বাড়ছে না বটে। কিন্তু পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণ এখন অনেকটা সেই ইংরাজি প্রবাদের মতো, স্লো বাট স্টেডি। সংক্রমণ রোজ বাড়ছে এবং এখন রোজ আগের দিনের রেকর্ড ভেঙ্গে সামনে এগিয়ে চলেছে সংক্রমণ।কেরালার ওনাম উৎসবের উদাহরণ সামনে রাখলে বাঙালির উৎসবের মরসুম হয়তো বিপদ বয়েই আনছে। করোনা মোকাবিলায় একসময় দেশে মডেল বলা হচ্ছিল কেরালাকে। ওনামে কিছুটা ছাড় দিতেই স্বমূর্তি ধারণ করেছে করোনা ভাইরাস। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ভারতের এই রাজ্যটিতে ৮ হাজারের বেশি করোনা পজিটিভের হদিস মিলেছে।দিল্লিতে এই পরিস্থিতিতে সম্ভবত নিষেধাজ্ঞা জারি হতে চলেছে দুর্গাপুজোয়। দিল্লির প্রবাসী বাঙালিদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে, তাঁরা এটা মেনেও নিচ্ছেন। দিল্লির কোথাও এখনও পর্যন্ত দুর্গোৎসবের আয়োজন দেখা যাচ্ছে না। কোন কোন আয়োজকরা ঘট পুজো দিয়ে সারবেন বলে ভাবতে শুরু করেছেন। বাংলায় সেই বালাই নেই। আগের চেয়ে আতিশয্য কমলেও পুজো এবং পুজোর আগের শপিংয়ে উদ্যোগে ঘাটতি দেখা যাচ্ছে না।কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কিন্তু করোনা পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যুও বাড়তে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,৪৫৫ জন। এখনও পর্যন্ত এই সংখ্যা রাজ্যে সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা বুধবার পর্যন্ত ২,৮০,৫০৪। কলকাতায় একদিনে করোনা পজিটিভ ৭৫৮ জন, উত্তর ২৪ পরগনায় ৭২৮।কলকাতায় এই সময়ে মৃত্যু হয়েছে ১৮ জন, উত্তর ২৪ পরগনায় ১২ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১১ জন, হাওড়ায় ৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় এই ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২১৯ জন, হাওড়ায় ২৩০ জন। ২ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে হুগলি ও পশ্চিম বর্ধমানে। হুগলিতে এই সময় আক্রান্ত ১৩৬ ও পশ্চিম বর্ধমানে ৮৫ জন। ১ জন করে মৃত্যু হয়েছে পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায়।রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের মোট সংখ্যা বুধবার পর্যন্ত ৫৮ জন। ফলে রাজ্যে মৃতের মোট সংখ্যা এখন ৫৩৭৬। সুস্থতা বেশি না বাড়লেও কমেওনি। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩,০২৪ জন। সুস্থতার হার বুধবারের হিসেবে ৮৭.৯৭। রাজ্যে মোট সংক্রমণ মুক্ত এখন ২,৪৬,৭৬৭ জন।