এক নজরে

করোনা এগোচ্ছে ঢিমে তালে, শঙ্কা বাড়াচ্ছে পুজোর বাজার

By admin

October 07, 2020

কলকাতা ব্যুরো: সংক্রমণ লাফিয়ে বাড়ছে না ঠিকই, কিন্তু পুজোর আগেই কিন্তু কোভিড হাসপাতালগুলির শয্যা ভরতে শুরু হয়েছে। সরকারি পরিসংখ্যানে ১ অক্টোবর রাজ্যের কোভিড হাসপাতালগুলির ৩৫.৮৪ শতাংশ শয্যায় রোগী ভর্তি ছিল।মঙ্গলবার সেই হার বেড়ে হয়েছে ৩৮ শতাংশ। অর্থাৎ পাঁচদিনে প্রায় ৪ শতাংশ বেড়ে গিয়েছে। স্বাস্থ্য দপ্তরের উত্তরবঙ্গের এক পদস্থ আধিকারিক বলেই দিয়েছেন, পুজোয় শয্যাসংকট দেখা দেয় কিনা দেখুন। সংক্রমণ সামান্য হলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে রাজ্যে। কলকাতা ও উত্তর ২৪ পরগনা লাগাতার উদ্বেগজনক অবস্থায় থাকছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৩৭০ জন। সুস্থতাও সামান্য বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্তের সংখ্যা ৩,০৩৬। কলকাতায় এইসময়ে আক্রান্ত হয়েছেন ৭৪২ জন, সুস্থ হয়েছেন ৫৩০ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৭১২, সুস্থ ৬৫৭। রাজ্যে মঙ্গলবার পর্যন্ত আক্রান্তের মোট সংখ্যা ২,৭৭,০৪৯, করোনামুক্তের মোট সংখ্যা ২,৪৩,৭৪৩। সুস্থতার হার রাজ্যে এখন ৮৪.৩৪। মৃত্যুর সংখ্যা কিন্তু গত ২৪ ঘণ্টায় করোনাকালে সর্বাধিক। সংখ্যাটা ৬৩।কলকাতায় ১৬, উত্তর ২৪ পরগনায় ১৫ জন। এছাড়া ৪ জন করে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও হাওড়া জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৩ জনের। ১ জন করে মৃত্যু বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানে। হাওড়ায় এই ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৬০ জন, করোনামুক্ত ৪৮২ জন। হুগলিতে আক্রান্ত ২১৯ ও সুস্থ ১১৮ জন।দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ১৯৫, সুস্থ ২০০। পরিসংখ্যান থেকে স্পষ্ট যত কাণ্ড কলকাতা ও উত্তর ২৪ পরগনায়। কলকাতা তো আবার মিছিল নগরী হয়ে উঠেছে। সতর্কতার কথা বললেও খোদ মুখ্যমন্ত্রী মিছিল করেছেন। নিহত বিজেপি নেতার জন্য কলকাতায় নীলরতন সরকার মেডিক্যাল কলেজের গেটে জমায়েত ছিল শিউড়ে ওঠার মতো। সিপিএম, কংগ্রেস দলগুলিও মিছিল করছে। মাস্কের বালাই নেই। শারীরিক দূরত্ববিধি চুলোয়।করোনা ভাইরাসের অবাধ মৃগয়া ক্ষেত্র হয়ে উঠতে পারে এই মিছিলগুলি। তার মধ্যে পুজোর কেনাকাটার ভিড়ও অসতর্ক। কোন স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে চলছে কেনাকাটা। উত্তরবঙ্গের সেই স্বাস্থ্যকর্তার কথাটা কিন্তু ভেবে দেখার মতো।