কলকাতা ব্যুরো: পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কার্যত একটিও নতুন শব্দ বলার নেই দৈনন্দিন পরিসংখ্যান জানানো ছাড়া। দৈনিক সংক্রমণ, করোনা মুক্তি, এমনকি মৃত্যুতে স্থিতাবস্থাই চলছে। মৃত্যু বরং কিছুটা ওপরের দিকে।
পরিসংখ্যান নির্দিষ্ট করে বললে বলতে হয়, মঙ্গলবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭ বেড়ে হয়েছে ৩,১৮৯। অন্যদিকে, দৈনিক সংক্রমণ মুক্তি মঙ্গলবারের তুলনায় ৫৬ কমে হয়েছে ২,৯৯৮। দেশের একেবারে বিপরীত ছবি।
দেশে আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্তের সংখ্যা বেশি। রাজ্যের ক্ষেত্রে ঠিক উল্টো। রাজ্যে মোট সংক্রমণের পরিসংখ্যান বুধবার হয়ে গেল ২,৩৪,৬৭৩। করোনা মুক্তের মোট সংখ্যা ২,০৫,০২৮। সুস্থতার হার ৮৭.৩৭।
তবে কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ আবার ঊর্ধমুখী। তুলনায় কম সুস্থতার পরিসংখ্যান। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬০, উত্তর ২৪ পরগনায় ৬৩২। এই দুই জেলায় এই সময়ে সংক্রমণ মুক্ত হয়েছেন যথাক্রমে ৪৮৯ ও ৫১৬ জন। মৃত্যুও এই দুই জেলায় সবচেয়ে বেশি। কলকাতায় ১২ জন, উত্তর ২৪ পরগনায় ১১ জন। হাওড়াতেও সংক্রমণের তুলনায় মৃত্যু ভালোই। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮৩ জন। মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়েছেন ১১১ জন।
পশ্চিম মেদিনীপুরে মৃত্যু কিছুটা বেশি, ৫ জন। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩, সুস্থ ২৩৭। ৩ জনের মৃত্যু হয়েছে হুগলিতে। এই জেলায় আক্রান্ত ১৯১ ও সুস্থ ১৯৬ জন। দক্ষিণ ২৪ পরগনাতেও মৃত্যু হয়েছে ৩ জনের। আক্রান্ত ২০২ ও সুস্থ ১৭৫ জন।
নদিয়ায় আক্রান্ত ১০৯ ও করোনা মুক্ত ১০৫ জন। ১ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে বীরভূম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে। গত ২৪ ঘণ্টায় করোনা টেস্টের সংখ্যা ৪৫,২২৯।

Share.
Leave A Reply

Exit mobile version