কলকাতা ব্যুরো: সংক্রমণ মুক্তের মোট সংখ্যাটা বাংলায় ২ লক্ষের ওপরে গেল বটে। তা বলে দৈনিক সংক্রমণ মুক্তি বাড়লো না। সুস্থতার হার দেখে সেটা অবশ্য বোঝার উপায় নেই। কারণ সংক্রমণে বাড়া, কমা নেই টানা পঞ্চম সপ্তাহেও। সেই স্থিতাবস্থাই চলছে।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৩,১৮২ জন। এই একদিনে সুস্থ হলেন ৩,০৪৭ জন। যার ফলে রাজ্যে মোট করোনা মুক্তের সংখ্যা পৌঁছে গেল ২,০২,০৩০-এ। মঙ্গলবারের পরিসংখ্যানে সুস্থতার হার ৮৭,২৮। আর মোট আক্রান্তের সংখ্যা হয়ে গেল ২,৩১,৪৮৪। কলকাতায় এদিন উদ্বেগ বাড়িয়ে দৈনিক সংক্রমণের চেয়ে অনেক কমে গেল একদিনের সুস্থতা। গত ২৪ ঘণ্টায় কলকাতায় আক্রান্ত হয়েছেন ৫৩৪ জন আর এই সময়ে সুস্থ হলেন ৩৪৯ জন।
তবে দৈনিক মৃত্যুতে গত ২৪ ঘণ্টায় রাশ পড়েছে কলকাতায়। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের। তবে রাজ্যের মোট সংখ্যা কিন্তু গত একমাসের রেঞ্জের বেশি। সোমবার এই প্রবণতা দেখা গিয়েছিল। সেই প্রবণতা বহাল রেখে রাজ্যে ৬২ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। কলকাতার ৭ জন বাদ দিলে এই মৃত্যুর তালিকায় আছে উত্তর ২৪ পরগনার ১২, পূর্ব মেদিনীপুরের ৬, দক্ষিণ ২৪ পরগনায় ৬, হাওড়ায় ৫, হুগলিতে ৪, পশ্চিম বর্ধমানে ৩ ও নদিয়ায় ২ জন। এছাড়া ১ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে।
এই ২৪ ঘণ্টায় করোনা টেস্ট হয়েছেন ৪৫,৪৪৭ জনের। ফলে রাজ্যে মঙ্গলবার পর্যন্ত করোনা টেস্টের মোট সংখ্যা ২৮,৭৯,০৭৮। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৭ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এই সময়ে করোনা মুক্ত হয়েছেন ৫১৫ জন। হাওড়ায় এই দুই পরিসংখ্যান হল যথাক্রমে ১৭৩ ও ১৮০, দক্ষিণ ২৪ পরগনায় ২১৮ ও ১৯৭, হুগলিতে ১৯৬ ও ১৪২, পূর্ব মেদিনীপুরে ১৪১ ও ১৩৬, পূর্ব বর্ধমানে ৯৫ ও ৮৪ ও নদিয়ায় ১১৯ ও ১২১ জন।

Share.
Leave A Reply

Exit mobile version