কলকাতা ব্যুরো: যথা পূর্বং তথা পরম। চুম্বকে এই হল বাংলার করোনা পরিস্থিতি।
দৈনিক আক্রান্ত, সংক্রমণ মুক্ত ও মৃতের সংখ্যা একই রেঞ্জে আছে শুক্রবারেও। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩,১৯২, সংক্রমণ মুক্ত ২৯৬০ এবং মৃত্যু ৫৯। তবে হাওড়ায় হঠাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে। ১০ জন মারা গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনাতেও তুলনায় বেশি মৃত্যু, ৬ জন। কলকাতায় এই সময়ে মৃত্যু হয়েছে ১৪ জনের, উত্তর ২৪ পরগনায় ৭ জনের।
এছাড়া ৩ জন করে মৃত্যু পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে। ২ জন করে মৃত্যু হুগলি, পশ্চিম বর্ধমান বাঁকুড়ায়। ১ জন করে মারা গিয়েছেন মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,১৮,৭৭৩। মোট করোনা মুক্ত ১,৯০,০২১। সুস্থতার হার ৮৬.৮৬। মৃতের মোট সংখ্যা বেড়ে হল ৪,২৪২ ।
এই স্থিতাবস্থার ব্যাখ্যা অবশ্য এখনও মেলেনি। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯৩, সুস্থ ৪৬৩। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫০২, সুস্থ ৫২৯। হাওড়ায় আক্রান্ত ১৭১, সুস্থ ১৪৭। দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্ত ২২২, সুস্থ ২৪৬। হুগলিতে আক্রান্ত ১৪২ ও সুস্থ ১১৬ জন।

Share.
Leave A Reply

Exit mobile version