এক নজরে

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ল মৃত্যু

By admin

September 17, 2020

কলকাতা ব্যুরো: আগের দিনের চেয়ে আক্রান্তের সংখ্যা কমল ৪০। আর সংক্রমণ মুক্তের সংখ্যা কমল ২৩। এটুকু উল্লেখ ছাড়া বাংলার পরিস্থিতি সেই একই রকম। মৃত্যুর গড়ও তাই।কিন্তু কলকাতা ও উত্তর ২৪ পরগনায় হঠাৎ দৈনিক মৃত্যু বেড়ে গেল। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনা ভাইরাস কেড়েছে ২২ জনের প্রাণ। উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ১৮ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু ৬০। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় কিন্তু দৈনিক সংক্রমণ বাড়েনি। কলকাতা সংখ্যাটা ৪৭৫ ও উত্তর ২৪ পরগনায় ৫০৭। এই দুই জেলায় এই একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন যথাক্রমে ৪৭৬ ও ৫০৭।রাজ্যে এই ২৪ ঘণ্টায় মোট আক্রান্তের সংখ্যা ৩,১৯৭ আর করোনা মুক্তের সংখ্যা ২,৯৪৮। রাজ্যে এপর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ২,১৫,৫৮০ আর সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠলেন মোট ১,৮৭,০৬১।রাজ্যে করোনার বলি মোট ৪,১৮৩ জন। হুগলিতে গত ২৪ ঘণ্টায় ৪ জন মারা গিয়েছেন। ৩ জন করে মৃত্যু ঘটেছে হাওড়া ও মুর্শিদাবাদ জেলায়। দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা ২। ১ জন করে মৃত্যু পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও নদিয়া জেলায়।হুগলিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩, সুস্থ ১৫৮। এই সময়ে হাওড়ায় আক্রান্ত ১৮৪, সুস্থ ১০৫, দক্ষিণ ২৪ পরগনায় সংখ্যা দুটো ২৬৩ ও ২১১।