কলকাতা ব্যুরো – রাজ্যের গত ২৪ ঘণ্টার করোনা পরিস্থিতিটা এরকমই। দুটো পরিসংখ্যানই ৩ হাজারের কাছাকাছি। মোটের ওপর তাই প্রায় আড়াই সপ্তাহ রাজ্যের করোনা পরিস্থিতি পুরোপুরি স্থিতিশীল। কিন্তু সংক্রমণ কমার কোন ইঙ্গিত এই পরিসংখ্যান থেকে নেই। বরং গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কয়েকটি জেলায় তুলনায় বেশি। কলকাতায় আবার সংক্রমণ বেড়েছে, মৃত্যুও বেশি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনার বলি ১৬ জন। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৮। এছাড়া হাওড়ায় ৭ ও হুগলিতে ৪ জন। নদিয়ায় হঠাৎ দৈনিক মৃতের সংখ্যা বেড়ে হয়ে গেল ৭। দক্ষিণ ২৪ পরগনা পরপর দুদিন মৃত্যু শূন্য থাকার পর শুক্রবার ফের ৪ জনের প্রাণ কাড়লো করোনা। এছাড়া পশ্চিম বর্ধমানে ২ ও পশ্চিম মেদিনীপুরে ১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,১৫৭, সুস্থ ৩,০১৬ ও মৃত্যু ৫৭। মৃতের সংখ্যাটা ২৪ ঘণ্টায় ৪১ থেকে ৫৭-তে উঠে আসা উদ্বেগজনক। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গেল ১,৯৬,৩৩২ আর সংক্রমণ মুক্তের সংখ্যা ১,৬৯,০৪৩। মোট মৃত্যু ৩৮২৮। সুস্থতার হার আরও বেড়ে হল ৪৬.১০। কলকাতায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ৫৪৩ জন, সংক্রমণ মুক্ত হয়েছেন ৪৮৩ জন। উত্তর ২৪ পরগনায় এই পরিসংখ্যান দুটো যথাক্রমে ৫৩০ ও ৫৮০। হাওড়ায় ১৪৬ ও ১৭০, হুগলিতে ১৩৯ ও ১১৪, দক্ষিণ ২৪ পরগনায় ১৮৮ ও ২৩৫, নদিয়ায় ১৪৭ ও ১৩০, পশ্চিম বর্ধমানে ১৫২ ও ১২৪ এবং পশ্চিম মেদিনীপুরে ১৮৩ ও ১২৭। বোঝাই যাচ্ছে, কয়েকদিন আগে বেশিরভাগ জেলায় দৈনিক আক্রান্তের চেয়ে সংক্রমণ মুক্তের সংখ্যা বেশি থাকার যে প্রবণতা দেখা যাচ্ছিল, সেটা উল্টে যাচ্ছে। এই প্রবণতা খুব স্বস্তিদায়ক নয়।