কলকাতা ব্যুরো: সংক্রমণে সামান্য ঊর্ধ্বগামিতা, সুস্থতায় খানিকটা নিম্নমুখী প্রবণতা সত্ত্বেও রাজ্যের সার্বিক করোনা পরিস্থিতি স্থিতিশীলই বলা যায়। বুধবার পর্যন্ত টানা ১৪ দিন এই পরিস্থিতি বহাল থাকলেও পুরোপুরি স্বস্তি মিলছে না।
আক্রান্তের গ্রাফটা কিন্তু নিচের দিকে নামার কোন লক্ষ্ণণই দেখা যাচ্ছে না। বরং কলকাতায় আবার গ্রাফটা ওপর ঠেলে উঠল। মঙ্গলবার কলকাতায় দৈনিক সংক্রমণ নেমে গেছিল ৪০০-র নিচে। ২৪ ঘণ্টার মধ্যে সেটা আবার লাফিয়ে উঠল সাড়ে ৫০০-র ওপরে। এই সময়ে কলকাতায় ৫৫৪ জন করোনা পজিটিভের হদিস মিলেছে।
অন্যদিকে, সংক্রমণ মুক্তিও কমে গিয়েছে। সংখ্যাটা বুধবার আক্রান্তের চেয়ে কম, ৫২১ জন। সার্বিক ভাবেও রাজ্যে সংক্রমণ ৩ হাজারের চেয়ে নেমে গিয়েছে। অন্যদিকে, সংক্রমণ সামান্য বেড়ে হয়েছে ৩,১০৭ জন। এই সময়ে সুস্থ হয়েছেন ২,৯৬৭ জন। আক্রান্তের মোট সংখ্যা কিন্তু বাড়তে বাড়তে প্রায় ২ লক্ষের দোরগোড়ায়। বুধবার পর্যন্ত ওই সংখ্যা ১,৯০,০৬৩। আর মোট সংক্রমণ মুক্ত ১,৬২,৯৯২ জন।
সুস্থতার হার কিন্তু আগের মতোই, ৮৫.৭৬ শতাংশ। কলকাতা চাপ বাড়ালেও এতদিনের আরেক উদ্বেগজনক জেলা উত্তর ২৪ পরগনায় বুধবার ঊর্ধ্বমুখী প্রবণতা আটকেছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় আক্রান্ত ৫৭০, সুস্থ ৬১৫। রাজ্যে এই ২৪ ঘণ্টায় ৫২ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। কলকাতার ১৭ জন, উত্তর ২৪ পরগনার ১০ জন, নদিয়ায় ৪ জন, পশ্চিম মেদিনীপুরে ৩ জন, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান – এই তিন জেলার প্রতিটিতে ২ জন ও পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ – এই চার জেলায় ১ জন করে মৃত্যু নথিভুক্ত হয়েছে।
দীর্ঘদিন পর দক্ষিণ ২৪ পরগনা বুধবার মৃত্যুমুক্ত। হাওড়া, হুগলির সংক্রমণও নিয়ন্ত্রণে। বেলাগাম পরিস্থিতি নেই দক্ষিণবঙ্গের অন্য কোন জেলায়। তবে সামগ্রিক করোনা টেস্ট বুধবার কিছুটা কম, ৪২,৬৪২।

Share.
Leave A Reply

Exit mobile version