কলকাতা ব্যুরো: কলকাতার দৈনিক সংক্রমণ নেমে গেল ৪০০-র নিচে। বরং সংক্রমণ মুক্তের সংখ্যা প্রায় ৫০০।
উত্তর ২৪ পরগনাতেও আক্রান্তের চেয়ে সংক্রমণ মুক্তের সংখ্যা একশোর বেশি। এই দুটো জেলা নিয়ে অত্যন্ত উদ্বেগ ছিল এতদিন এরাজ্যে। পরিসংখ্যান থেকে স্পষ্ট সেই উদ্বেগ আর ততটা থাকার কারণ নেই এখন।
একমাত্র দৈনিক মৃত্যু এখনও তুলনায় বেশি এই দুই জেলায়। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। উত্তর ২৪ পরগনায় এই সময়ে মৃতের সংখ্যা ১২। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৫৭। তার মানে মৃত্যু গত কয়েক দিনের রেঞ্জেই। সেই ৫০ থেকে ৬০-এর মধ্যে।
সংক্রমণ মুক্তের সংখ্যা ৩ হাজারের নিচে নামলেও করোনা পরিস্থিতি কিন্তু পশ্চিমবঙ্গে সার্বিক ভাবে স্থিতিশীল, গত কয়েক দিনের গড়ের কাছাকাছি। সুস্থের সংখ্যা নামেই ৩ হাজারের নিচে। ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,০৯১ জন, সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২,৯৯৬ জন। সুস্থতার হার আরও বেড়ে হল ৮৫.৬০। রাজ্যে মঙ্গলবার পর্যন্ত করোনা থেকে নিস্তার পেলেন মোট ১,৬০,৭২৫ জন। আর করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল ১,৮৬,৯৫৬।
কলকাতায় গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ হয়েছেন ৩৮০ জন, করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে ৪৮২ জনের। উত্তর ২৪ পরগনায় এই একদিনে পজিটিভ ৫৮১, নেগেটিভ ৭০২। এই দুই জেলা বাদ দিলে হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৬ জন, হুগলিতে ৪, পূর্ব মেদিনীপুরে ৪, নদিয়ায় ৩, পশ্চিম মেদিনীপুরে ২ ও মুর্শিদাবাদে ১ জন।
হাওড়ায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১০৬ ও সুস্থ ১১০। হুগলিতে ওই দুই পরিসংখ্যান যথাক্রমে ২১৭ ও ৯৮, দক্ষিণ ২৪ পরগনায় ১৪২, ১৪৯, পূর্ব মেদিনীপুরে ২৯৮ ও ১৫৬, নদিয়ায় ১৪৯ ও ১০৩, মুর্শিদাবাদে ৯০ ও ৫১ এবং পশ্চিম মেদিনীপুরে ১৭৫ ও ১৫২ জন।
Previous Article১৪ দিন জেলেই থাকতে হবে রেহাকে
Next Article উত্তরবঙ্গেও করোনা অনেকটাই অনুকূলে