কলকাতা ব্যুরো: কলকাতায় আবার খুব সামান্য বাড়ল সংক্রমণ। উত্তর ২৪ পরগনায় কিন্তু সংক্রমণ এখনও বেশ ওপরে।
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য সংক্রমণ ক্রমেই ধরে আসছে। এই সামান্য বাড়া-কমায় সামগ্রিক ভাবে রাজ্যের করোনা পরিস্থিতি বৃহস্পতিবারও স্থিতিশীল।
বরং দৈনিক সুস্থতা ক্রমেই সংক্রমণের থেকে ফারাক বেড়েছে। সুস্থতার হার বাড়তে বাড়তে ৮৪.০২-এ পৌঁছে গিয়েছে। সেই একই রেঞ্জে দাঁড়িয়ে আছে দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৮৪ জন।
এই সময়ে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে ৩,৩৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫ জনের। মৃতদের মধ্যে কলকাতার ১৫ ও উত্তর ২৪ পরগনার ১২ জন। এই দুই জেলার পাশাপাশি হাওড়াতেও মৃত্যু তুলনায় বেশি। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৬ জনের মৃত্যু হয়েছে, দক্ষিণ ২৪ পরগনায় মৃত্যু ৫ জনের।
রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত মৃতের মোট সংখ্যা ৩,৩৯৪। মোট আক্রান্তের সংখ্যা ১,৭১,৬৮১ ও মোট সংক্রমণ মুক্ত ১,৪৪,২৪৮ জন। করোনা টেস্ট আরও বাড়িয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ টেস্ট হয়েছে ৪৫,২৯১ জনের। ফলে এই বাংলায় মোট করোনা টেস্ট ২০ লক্ষ ছাড়ালো।
আজ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ২০,২০৭৮৪ জনের। কলকাতায় আজ সংক্রমণ খানিক বাড়লেও সুস্থতা অনেক বেশি। আক্রান্ত হয়েছেন ৪৭২ জন, সুস্থ হয়েছেন ৭২৮ জন। উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৭৩১, সুস্থ ৮০৫। দক্ষিণ ২৪ পরগনায় ওই দুই পরিসংখ্যান ২১৭ ও ১৭২। হাওড়ায় ১৩৮ ও ১৪৮, হুগলিতে ১০৯ ও ১৪৫। হুগলিতে ৩ জন মারাও গিয়েছেন।
এছাড়া পশ্চিম মেদিনীপুরে ৩, নদিয়ায় ২, পুরুলিয়ায় ২, পশ্চিম মেদিনীপুরে ১, পশ্চিম বর্ধমানে ১, বাঁকুড়ায় ১ ও মুর্শিদাবাদে ১ জন করোনায় মারা গিয়েছেন গত ২৪ ঘণ্টায়। এই সময়ে পুর্ব মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা ১৪৮, সুস্থ হয়েছেন ১৮৬ জন। নদিয়ায় আক্রান্ত ৯৯, সুস্থ ৬৩। পুরুলিয়ায় ৩৮ ও ৫৭, পশ্চিম মেদিনীপুরে ৬৯ ও ১১৪, পশ্চিম বর্ধমানে ৫৮ ও ৭৫, বাঁকুড়ায় ৯৮ ও ৫০ এবং মুর্শিদাবাদে ৭১ ও ৫৮ জন।
Previous Articleমাথার দাম ২৫ হাজার
Next Article সংক্রমণে স্বস্তিতেও উদ্বেগ উত্তরবঙ্গের তিন জেলা
Related Posts
Add A Comment