কলকাতা ব্যুরো: কলকাতায় দৈনিক মৃত্যু ৫-এ নেমে গেল বৃহস্পতিবার। দৈনিক সংক্রমণ নামলো ৫০০-র নীচে। কিন্তু করোনা আক্রান্তের তালিকায় উঠে এলেন খোদ কলকাতার পুলিশ কমিশনার অনূজ শর্মা। উপসর্গ তেমন নেই। তাই আছেন হোম আইসোলেশনে।
শেষপর্যন্ত কেউই কিন্তু এখনও নিরাপদ নয়। রাজ্যে করোনা পরিস্থিতি কিন্তু স্থিতিশীলই। বুধবার দৈনিক সংক্রমণ নথিভূক্ত হয়েছিল ৩,১০৭। বৃহস্পতিবার মাত্র ৫ বেড়ে হল ৩,১১২। বরং সুস্থতা অনেকটা বাড়লো। বুধবারের পরিসংখ্যানে একদিনে সংক্রমণ মুক্তের সংখ্যা ছিল ২,৯৬৭, বৃহস্পতিবার সেই অঙ্ক বেড়ে হল ৩,০৩৫ জন। একে স্থিতাবস্থাই বলা যায়।
অন্তত মাসাধিক সময় পর বৃহস্পতিবার মৃত্যুর পরিসংখ্যান কিন্তু অনেকটা নেমে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৪১। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাতেও মৃত্যুর তালিকা অনেকটা ছোট হল। কলকাতায় মৃত ৫, উত্তর ২৪ পরগনায় ১০। দক্ষিণ ২৪ পরগনায় এই নিয়ে পরপর দুদিন মৃত্যুর অঙ্কটা শূন্য। তবে হাওড়ায় আবার হঠাৎ দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ হয়ে গিয়েছে। অথচ সংক্রমণ তেমন নয়। হাওড়ায় একদিনে আক্রান্ত ১৫৯ ও সুস্থ ২৬১ জন।
যেখানে কলকাতায় ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৮১, সুস্থ ৪৬২, উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ৫৪১ ও সুস্থ ৭০৮ জন। এছাড়া পশ্চিম মেদিনীপুরে হঠাৎ দৈনিক মৃত্যু বেশি দেখা যাচ্ছে বৃহস্পতিবার। একদিনে মৃতের সংখ্যা ৪। এছাড়া হুগলিতে ২ ও বীরভূমে ১ জনের মৃত্যু হয়েছে এই সময়ে।
রাজ্যে এখন মোট আক্রান্তের সংখ্যা ১,৯৩,১৭৫, সংক্রমণ মুক্তের সংখ্যা ১,৬৬,০২৭। সুস্থতার হার ৮৫.৯৫। আজ করোনা টেস্টের সংখ্যা ৪৪,৩৪৭। ফলে ২৩,৩০,২৮৩ জন রাজ্যবাসীর করোনা পরীক্ষা হয়ে গেল।
Previous Articleশুক্রবার বেলা ১১ টায় আবার টিভির সামনে তিনি
Next Article উত্তরবঙ্গে করোনা স্থিতিশীল
Related Posts
Add A Comment