এক নজরে

করোনা বিপজ্জনক জলপাইগুড়িতে

By admin

August 29, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে জলপাইগুড়ির করোনা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠলো। গত ২৪ ঘণ্টায় জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা ১৬০ জন।দার্জিলিং, কোচবিহার ও আলিপুরদুয়ার শুক্রবারের পরিসংখ্যানেও উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। দার্জিলিং জেলায় এই সময়ে আরও ১০১ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।কোচবিহারে সংখ্যাটা ৮৯, আলিপুরদুয়ারেও ৮৯। তুলনায় গৌড়বঙ্গ এলাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে বলা যায়। একদিনে মালদহে আক্রান্ত ৬৭, দক্ষিণ দিনাজপুরে ৫৪। এছাড়া কালিম্পং জেলায় ৫ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। উত্তরবঙ্গে আজ ৪ জনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে শিলিগুড়ির ২, মালদহের ১ এবং আলিপুরদুয়ারের ১ জন।