এক নজরে

করোনা ভাবাচ্ছে উত্তরবঙ্গে

By admin

August 27, 2020

কলকাতা ব্যুরো: না, উত্তরবঙ্গে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার তেমন লক্ষ্মণ নেই। দক্ষিণ দিনাজপুরে আজ কিছুটা লাগাম পরেছে বটে, কিন্তু আলিপুরদুয়ার চমকে দিয়েছে। ভুটান, অসম লাগোয়া আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ১১১ হয়ে গেল।জলপাইগুড়ি, দার্জিলিং জেলাতেও বেড়েছে। জলপাইগুড়িতে ১০২, দার্জিলিংয়ে ১৬২। কোচবিহারেও কম নয়। একদিনে ৯৪ জন আক্রান্ত। দক্ষিণ দিনাজপুরে কিছুটা নেমে ৬২ হয়েছে। উত্তর দিনাজপুরে একদিনে সংক্রমণ ২৩ জনের, মালদহে ৩৭ জন। শিলিগুড়ির ৪ জন গত ২৪ ঘণ্টায় করোনার বলি হয়েছেন। জলপাইগুড়িতে ১ ও মালদহে ১ জনের মৃত্যু হয়েছে।