এক নজরে

দার্জিলিঙে গতি শ্লথ, সংক্রমণ নিয়ে চিন্তা জলপাইগুড়ি

By admin

September 06, 2020

কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত। তবে অসম, ভুটান লাগোয়া জেলাগুলিতে গত কয়েকদিনের চেয়ে সংক্রমণ সামান্য কমেছে। কিছুটা কম দার্জিলিং জেলাতেও।কিন্তু জলপাইগুড়িতে তেমন কমেছে বলা যাচ্ছে না। গৌড়বঙ্গ ও লাগোয়া জেলাগুলিতে গত কয়েকদিনের মতো পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণে। গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ারে আক্রান্তের সংখ্যা ১০৭, কোচবিহারে ৮২, জলপাইগুড়িতে ৮৬, দার্জিলিংয়ে ৭১, উত্তর দিনাজপুরে ১৬, দক্ষিণ দিনাজপুরে ৪৯ ও মালদহে ৩৯ জন। দুজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। একজন জলপাইগুড়ির, অন্যজন আলিপুরদুয়ারের।