কলকাতা ব্যুরো: দার্জিলিং জেলায় সংক্রমণ হঠাৎ অনেকটা কমেছে। গৌড়বঙ্গ ও লাগোয়া জেলাতেও করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে। কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলি সম্পর্কে সেকথা এখনই বলা যাচ্ছে না।
গত ২৪ ঘণ্টায় কোচবিহারে ১০৭ জন করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। আলিপুরদুয়ারে সংখ্যাটা ১৩১ ও জলপাইগুড়িতে ৭৮। দার্জিলিংয়ে অনেকটা নেমে হয়েছে ২৯।
উত্তর দিনাজপুরে ৪৫, দক্ষিণ দিনাজপুরে ৫১ ও মালদহে ৩৯। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং, এই ৪ জেলার প্রত্যেকটিতে ১ জন করে মারা গিয়েছেন।
Previous Articleরাজ্যে চিন্তা বাড়ালো করোনা
Next Article গ্রেপ্তার ম্যানেজার দীপেশও, আজ এনসিবির সামনে রেহা
Related Posts
Add A Comment