কলকাতা ব্যুরো: কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি নিয়ে উদ্বেগ বাড়ছেই। আলিপুরদুয়ারের চেয়ে অন্য দুই জেলার অবস্থা বেশি খারাপ।দার্জিলিং জেলাও এখনও নিয়ন্ত্রণে নেই। তবে উত্তরবঙ্গের অন্য তিন জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে সংক্রমণ লাগাম টেনেছে বলাই যায়। উত্তরবঙ্গে মৃত্যুও কমেছে।গত ২৪ ঘণ্টায় মৃত ১। এই মৃত্যু ঘটেছে শিলিগুড়িতে। কোচবিহারে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে রেকর্ড ১৮৪। এই সময়ে আলিপুরদুয়ারে আক্রান্ত হয়েছেন ১১৯। জলপাইগুড়িতে ওই পরিসংখ্যান ১৭৩। দার্জিলিংয়ে ১০৬, উত্তর দিনাজপুরে ১৯, দক্ষিণ দিনাজপুরে ৫০ ও মালদহে আক্রান্ত ৩৩ জন।