কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অপরিবর্তিত। পাহাড়, তরাই, ডুয়ার্স এলাকা এখন কার্যত করোনার হটস্পট।
রাজ্যে সামগ্রিক ভাবে যখন সংক্রমণে রাশ পরেছে, তখন কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ছবিটা প্রায় বেলাগাম। পাশে গৌড়বঙ্গ এলাকাতেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।
কিন্তু করোনা প্রাদুর্ভাবের পর থেকে যে এলাকাতে উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি দেখা যায়নি, সেখানেই এখন লাফিয়ে বাড়ছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার জেলায় আক্রান্তের সংখ্যা ১৪০, কোচবিহারে ১৪৫, জলপাইগুড়িতে ১৪৬ ও দার্জিলিং জেলায় ১০২ জন। এছাড়া এই সময়ে উত্তর দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ৪০ জন, দক্ষিণ দিনাজপুরে ৪৩ ও মালদহে ২৮ জন।
তবে উত্তরবঙ্গে আজ মৃত্যু কম। গত ২৪ ঘণ্টায় করোনার বলি ২। এঁদের একজন শিলিগুড়িতে, অন্যজন আলিপুরদুয়ারে মারা গিয়েছেন।
Previous Articleকলকাতায় স্বস্তি সংক্রমণে, চিন্তা উত্তর ২৪ পরগনা
Next Article উমর খলিদকে থানায় তলব
Related Posts
Add A Comment