কলকাতা ব্যুরো: উত্তরবঙ্গে বৃহস্পতিবার করোনা পরিস্থিতি যতটা ভালো মনে হচ্ছিল, শুক্রবার ততটা ভালো আর মনে হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। আক্রান্তের জেলাওয়াড়ি পরিসংখ্যান হল দার্জিলিং ১১২, কোচবিহার ১০৪, মালদহ ৯৮, জলপাইগুড়ি ৮৬, দক্ষিণ দিনাজপুর ৫২, উত্তর দিনাজপুর ২২ ও আলিপুরদুয়ার ২১ জন।